ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

নিজ বাসা থেকে মার্কিন তারকা দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ‘আমেরিকান আইডল’ খ্যাত সংগীত তত্ত্বাবধায়ক রবিন কে এবং তার স্বামী, সঙ্গীতশিল্পী থমাস ডেলুকাকে। পুলিশের দাবি, বাসার আলাদা দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৪ জুলাই, ক্যালিফোর্নিয়ার এনসিনো এলাকায় তাদের বাসার ভেতর এই জোড়া খুনের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন গণমাধ্যম টিএমজেড-এর বরাতে জানা গেছে, আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং বাড়ি থেকে কোনো মূল্যবান জিনিসপত্রও খোয়া যায়নি, যা ডাকাতির সম্ভাবনা নাকচ করে দিচ্ছে।

সূত্রে জানা যায়, গত সপ্তাহেই ৯১১-এ একটি ফোন কল এসেছিল। caller দাবি করে যে, এলএপিডির একটি হেলিকপ্টার তাদের বাসার ওপর দিয়ে টহল দিচ্ছিল এবং সন্দেহভাজন কাউকে দেখেছে। তবে পুলিশের পৌঁছার আগেই ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, মূল দরজায় রক্তের দাগ দেখতে পেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা। ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় রবিন ও থমাসের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় এখনো কোনো হেফাজত হয়নি এবং তদন্ত চলছে জোড়া খুন হিসেবে।

এর আগে গত ১০ জুলাইও ওই বাসায় পুলিশ গিয়েছিল। কারণ, একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল এবং ধারণা করা হয় তার কাছে অস্ত্র ছিল। তখন প্রতিবেশীরা জানান, তারা কাউকে লাফিয়ে পালাতে দেখেছেন। কিন্তু পুলিশ কাউকে খুঁজে পায়নি। তদন্তকারীরা বলছেন, এই পুরোনো ঘটনাটির সঙ্গে খুনের কোনো সংযোগ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশীদের ভাষ্যমতে, গত চার দিন ধরে তারকা দম্পতির কোনো খোঁজ মেলেনি।

প্রসঙ্গত, রবিন কে ‘আমেরিকান আইডল’-এর অন্তত ১৫টি সিজনে সংগীত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। এছাড়াও ‘লিপ সিঙ্ক ব্যাটল’সহ একাধিক জনপ্রিয় শোয়ে সংগীত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন তিনি। এ জন্য তিনি একাধিক ‘গিল্ড অব মিউজিক সুপারভাইজারস অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

 

নিউজটি শেয়ার করুন

নিজ বাসা থেকে মার্কিন তারকা দম্পতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ‘আমেরিকান আইডল’ খ্যাত সংগীত তত্ত্বাবধায়ক রবিন কে এবং তার স্বামী, সঙ্গীতশিল্পী থমাস ডেলুকাকে। পুলিশের দাবি, বাসার আলাদা দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৪ জুলাই, ক্যালিফোর্নিয়ার এনসিনো এলাকায় তাদের বাসার ভেতর এই জোড়া খুনের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন গণমাধ্যম টিএমজেড-এর বরাতে জানা গেছে, আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং বাড়ি থেকে কোনো মূল্যবান জিনিসপত্রও খোয়া যায়নি, যা ডাকাতির সম্ভাবনা নাকচ করে দিচ্ছে।

সূত্রে জানা যায়, গত সপ্তাহেই ৯১১-এ একটি ফোন কল এসেছিল। caller দাবি করে যে, এলএপিডির একটি হেলিকপ্টার তাদের বাসার ওপর দিয়ে টহল দিচ্ছিল এবং সন্দেহভাজন কাউকে দেখেছে। তবে পুলিশের পৌঁছার আগেই ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, মূল দরজায় রক্তের দাগ দেখতে পেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা। ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় রবিন ও থমাসের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় এখনো কোনো হেফাজত হয়নি এবং তদন্ত চলছে জোড়া খুন হিসেবে।

এর আগে গত ১০ জুলাইও ওই বাসায় পুলিশ গিয়েছিল। কারণ, একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল এবং ধারণা করা হয় তার কাছে অস্ত্র ছিল। তখন প্রতিবেশীরা জানান, তারা কাউকে লাফিয়ে পালাতে দেখেছেন। কিন্তু পুলিশ কাউকে খুঁজে পায়নি। তদন্তকারীরা বলছেন, এই পুরোনো ঘটনাটির সঙ্গে খুনের কোনো সংযোগ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশীদের ভাষ্যমতে, গত চার দিন ধরে তারকা দম্পতির কোনো খোঁজ মেলেনি।

প্রসঙ্গত, রবিন কে ‘আমেরিকান আইডল’-এর অন্তত ১৫টি সিজনে সংগীত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। এছাড়াও ‘লিপ সিঙ্ক ব্যাটল’সহ একাধিক জনপ্রিয় শোয়ে সংগীত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন তিনি। এ জন্য তিনি একাধিক ‘গিল্ড অব মিউজিক সুপারভাইজারস অ্যাওয়ার্ড’ অর্জন করেন।