সুদানের খার্তুমে গোলাবর্ষণে নিহত ১২০, আহত বিপুলসংখ্যক
সুদানের রাজধানী খার্তুমের আশপাশে গোলাবর্ষণে অন্তত ১২০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। সোমবার এ হামলায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা ওম্বাদা ইমার্জেন্সি রেসপন্স রুম এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, খার্তুমের পাশের পশ্চিম ওমদুরমান শহরে নীল নদের তীরে বিক্ষিপ্ত গোলাবর্ষণের ঘটনা ঘটে। সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাতের জেরে এ প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ হামলার পেছনে রয়েছে তা নির্দিষ্টভাবে বলা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতোই এদিনও বোমা ও কামানের গোলার আঘাতে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা চরম সংকটে পড়েছেন। হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। বর্তমানে ওমদুরমানের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও খার্তুম উত্তর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দখল নিয়ে রেখেছে আরএসএফ।