সৌদিতে ভারতীয় কর্মীদের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি
ভারতীয় কর্মীদের জন্য সৌদি আরব নতুন ভিসা নীতিমালা চালু করেছে। এখন থেকে সৌদিতে কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের পেশাগত যোগ্যতা ও শিক্ষাগত দক্ষতা যাচাই বাধ্যতামূলক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৌদিতে ভারতীয় মিশন এই নিয়ম চালুর কথা জানিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এটি কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কাজের ভিসার জন্য পেশাগত দক্ষতা যাচাই এখন অপরিহার্য।” জানা গেছে, এই কড়াকড়ি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। সৌদিতে দক্ষ কর্মী নিশ্চিত করতেই এ পদক্ষেপ। অভিযোগ রয়েছে, ভারতীয় কর্মীদের অনেকেই প্রশিক্ষিত নয়। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবই সমস্যার মূল কারণ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদিতে বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে (২৭ লাখ)। দ্বিতীয় স্থানে ভারতীয়রা, যাদের সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে ১৭ লাখ বেসরকারি খাতে এবং ৭ লাখ ৮৫ হাজার গৃহকর্মী হিসেবে কাজ করেন।
ভিশন-২০৩০ অনুযায়ী, সৌদি সরকার দক্ষ কর্মী নিয়োগে মনোযোগ দিচ্ছে। তবে দেশটিতে যথেষ্ট টেস্ট সেন্টারের অভাব রয়েছে। নতুন নীতিমালার ফলে সৌদিতে ভারতীয়দের অংশগ্রহণে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।