শিরোনাম :
১ লাখ ৬০ হাজার বছরে বিরল ধূমকেতু দেখা যেতে পারে আজ
আকাশে দেখা মিলতে পারে বিরল এক উজ্জ্বল ধূমকেতুর, যা সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় ১ লাখ ৬০ হাজার বছর আগে। ধূমকেতুটি খালি চোখে দেখার মতো উজ্জ্বল হতে পারে বলে জানিয়েছে নাসা।
‘সি/২০২৪ জি৩ (আটলাস)’ নামের এই ধূমকেতুটি গতকাল পেরিহেলিয়নে পৌঁছেছে। এটি এমন এক বিন্দু, যেখানে ধূমকেতু সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। এ সময় ধূমকেতুর উজ্জ্বলতা অনেকাংশে বেড়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা, এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে।
ধূমকেতুটি সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে। তবে নির্দিষ্ট কোন জায়গা থেকে দেখা যাবে, তা এখনও নিশ্চিত নয়। নাসার ‘টেরেস্ট্রিয়াল ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম’ গত বছর এই ধূমকেতুটি শনাক্ত করে।