ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হিমাচলে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে ১১ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৩৪ ইরান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্টভাবে বিজয় অর্জন করেছে: সশস্ত্র বাহিনীর প্রধান জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল: সংস্কৃতি উপদেষ্টা সিরিয়া-ইসরাইল শান্তি চুক্তির সম্ভাবনা, সৌদি-মার্কিন তৎপরতায় নতুন কূটনৈতিক সমীকরণ কারাগার থেকে আন্দোলনের ডাক ইমরান খানের, পাকিস্তানে ফের উত্তেজনা ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ নারী দল রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: ইউক্রেনের গোয়েন্দা দাবি পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার নদীয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু কলম্বোতে ৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার হার টাইগারদের

পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন।

বুধবার (২ জুলাই) সকালে বাজাউরের খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নওয়াগাই রোডে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওয়াকাস রফিক জানান, টার্গেট করা গাড়িটি নওয়াগাই রোড দিয়ে যাওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ডিপিও আরও বলেন, বিস্ফোরণে আহত ১১ জনকে দ্রুত উদ্ধার করে খারের জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ) এ পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিহতদের মধ্যে নওয়াগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বাজাউরসহ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়তে দেখা যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এ ধরনের হামলা প্রতিরোধে সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে স্থানীয় জনগণ এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছে।

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১

আপডেট সময় ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি একটি গাড়িকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন।

বুধবার (২ জুলাই) সকালে বাজাউরের খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকার নওয়াগাই রোডে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওয়াকাস রফিক জানান, টার্গেট করা গাড়িটি নওয়াগাই রোড দিয়ে যাওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ডিপিও আরও বলেন, বিস্ফোরণে আহত ১১ জনকে দ্রুত উদ্ধার করে খারের জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ) এ পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিহতদের মধ্যে নওয়াগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং পুলিশ কনস্টেবল রশিদ আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বাজাউরসহ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়তে দেখা যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এ ধরনের হামলা প্রতিরোধে সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে স্থানীয় জনগণ এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছে।

সূত্র: ডন