১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব: রুমিন ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় চমক, বাদ শুভমান গিল মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই ওসমান হাদির মৃত্যুতে আজ ‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

কূটনৈতিক আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি প্রত্যাহারের আহ্বান ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 52

ছবি: সংগৃহীত

 

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানছি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি তারা কূটনৈতিক আলোচনায় ফিরতে চায়, তাহলে ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাভানছি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছে যে তারা আবার আলোচনায় বসতে চায়। তবে, আলোচনার সময় নতুন হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

গত ১৩ জুন ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর দুই দিন পর ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইল-ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রও এ সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালায়।

এ বিষয়ে রাভানছি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এবং গোপনে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “গবেষণার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার না পাওয়ায় আমাদের নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়েছে।”

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মাত্রা বা সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে, তবে পুরোপুরি তা শূন্যে নামিয়ে আনার জন্য চাপ দেওয়া এবং তা না মানলে বোমা হামলার হুমকি দেওয়া জঙ্গলের আইন বলেই গণ্য হবে।

ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এ কারণে তারা ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং দেশটির কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকেও হত্যা করেছে।

রাভানছি জোর দিয়ে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটেনি এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ উদ্দেশ্যের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনায় ফিরতে চাইলে সবার আগে আগ্রাসন ও হামলার হুমকি থেকে সরে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

কূটনৈতিক আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি প্রত্যাহারের আহ্বান ইরানের

আপডেট সময় ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানছি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি তারা কূটনৈতিক আলোচনায় ফিরতে চায়, তাহলে ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাভানছি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছে যে তারা আবার আলোচনায় বসতে চায়। তবে, আলোচনার সময় নতুন হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

গত ১৩ জুন ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর দুই দিন পর ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইল-ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রও এ সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালায়।

এ বিষয়ে রাভানছি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এবং গোপনে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “গবেষণার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার না পাওয়ায় আমাদের নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়েছে।”

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মাত্রা বা সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে, তবে পুরোপুরি তা শূন্যে নামিয়ে আনার জন্য চাপ দেওয়া এবং তা না মানলে বোমা হামলার হুমকি দেওয়া জঙ্গলের আইন বলেই গণ্য হবে।

ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এ কারণে তারা ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং দেশটির কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকেও হত্যা করেছে।

রাভানছি জোর দিয়ে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটেনি এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ উদ্দেশ্যের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনায় ফিরতে চাইলে সবার আগে আগ্রাসন ও হামলার হুমকি থেকে সরে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।