ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসি সদর দপ্তরে নিহত হয়েছিল ৪১ জন
- আপডেট সময় ১১:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 41
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরানের উত্তর আলবোর্জ প্রদেশে ইরানি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদর দপ্তরে ইসরায়েলের চালানো হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে আইআরজিসির জনসংযোগ অফিস।
প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় বেসামরিক নাগরিকসহ সামরিক সদস্যরা নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বিপ্লবী গার্ড।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানিয়েছিল, তারা বাসিজ আধাসামরিক বাহিনীর সদর দপ্তর এবং আলবোর্জ প্রদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
শুক্রবার (২৭ জুন) ইরানের সামরিক বাহিনী জানায়, ইসরায়েল-ইরান সংঘাতের ১২ দিনের মধ্যে ইসরায়েলি হামলায় তাদের অন্তত ৫৬ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। সামরিক বিবৃতিতে বলা হয়, নিহতরা বিভিন্ন পদমর্যাদার ছিলেন, তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, ইসরায়েলের উপর তেহরানের চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।
উভয় দেশের মধ্যে চলমান এই উত্তেজনায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। যদিও দুই পক্ষই ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশে সতর্ক অবস্থান নিয়েছে, তবুও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উল্লেখ্য, অঞ্চলজুড়ে এই সহিংসতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে।
সূত্র: আনাদুলু





















