০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

‘ভুয়া সংবাদ’ অভিযোগে সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 52

ছবি: সংগৃহীত

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই দুই প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনকে তিনি ‘ভুয়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রচার করা সাংবাদিকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত।’ একই সঙ্গে তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যসম্পন্ন, খারাপ মানুষ’ বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পৃথক এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের সাংবাদিকরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে প্রতিবেদন করেছেন, তা ‘ভুলভাবে’ উপস্থাপিত হয়েছে। তার ভাষায়, ‘গুজব আছে যে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন তাদের ওইসব সাংবাদিককে বরখাস্ত করতে যাচ্ছে, কারণ তারা ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে ভুয়া গল্প তৈরি করেছে এবং তা ভুলভাবে পরিবেশন করেছে।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস দাবি করে, ইরানের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলা তাদের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস না করে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনগুলোর সমালোচনা করেন। তিনি জানান, ফাঁস হওয়া মূল্যায়নগুলো ‘কম আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতকৃত’ এবং এসব তথ্য বেছে বেছে প্রকাশ করা হয়েছে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য।’

এর আগে ট্রাম্প সিএনএনের সাংবাদিক নাতাশা বার্ট্রান্ডের নাম উল্লেখ করে তাকে বরখাস্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নাতাশা বার্ট্রান্ডকে সিএনএন থেকে বরখাস্ত করা উচিত। আমি তিন দিন ধরে তাকে ভুয়া খবর তৈরি করতে দেখেছি।’

নিউজটি শেয়ার করুন

‘ভুয়া সংবাদ’ অভিযোগে সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের

আপডেট সময় ০২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই দুই প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনকে তিনি ‘ভুয়া’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রচার করা সাংবাদিকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত।’ একই সঙ্গে তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যসম্পন্ন, খারাপ মানুষ’ বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পৃথক এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের সাংবাদিকরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে প্রতিবেদন করেছেন, তা ‘ভুলভাবে’ উপস্থাপিত হয়েছে। তার ভাষায়, ‘গুজব আছে যে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন তাদের ওইসব সাংবাদিককে বরখাস্ত করতে যাচ্ছে, কারণ তারা ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে ভুয়া গল্প তৈরি করেছে এবং তা ভুলভাবে পরিবেশন করেছে।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস দাবি করে, ইরানের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলা তাদের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস না করে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনগুলোর সমালোচনা করেন। তিনি জানান, ফাঁস হওয়া মূল্যায়নগুলো ‘কম আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতকৃত’ এবং এসব তথ্য বেছে বেছে প্রকাশ করা হয়েছে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য।’

এর আগে ট্রাম্প সিএনএনের সাংবাদিক নাতাশা বার্ট্রান্ডের নাম উল্লেখ করে তাকে বরখাস্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নাতাশা বার্ট্রান্ডকে সিএনএন থেকে বরখাস্ত করা উচিত। আমি তিন দিন ধরে তাকে ভুয়া খবর তৈরি করতে দেখেছি।’