০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

বন্দিবিনিময়ের মাঝেই রুশ সেনাদের নতুন গ্রাম দখলের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 83

ছবি সংগৃহীত

 

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ান সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রুশ মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কের শেভচেঙ্কো ও নোভোসেরহিভকা নামে দুটি গ্রাম এখন তাদের নিয়ন্ত্রণে। ওই এলাকায় গুরুত্বপূর্ণ লিথিয়াম মজুত রয়েছে বলে ধারণা করা হয়। তবে রয়টার্স এ দাবির স্বাধীন যাচাই করতে পারেনি। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, চলমান যুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার আবারও বন্দিবিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। উভয় পক্ষের দাবি, বহু সেনাকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, ফিরিয়ে আনা অধিকাংশ সেনা ২০২২ সাল থেকে বন্দি ছিলেন। তাদের মধ্যে আহত ও অসুস্থ ব্যক্তিও রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ৬২ বছরের মধ্যে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত রুশ সেনারা বর্তমানে বেলারুশে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন। দুই পক্ষই আরও বন্দিবিনিময়ের আশ্বাস দিয়েছে, তবে শান্তি আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয় রাশিয়া।

বন্দিবিনিময়ের মাঝেও উভয়পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন জানিয়েছে, খেরসনে রুশ বিমান হামলায় হতাহত হয়েছে কয়েকজন। সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করার দাবি করেছে কিয়েভ, যেখানে প্রায় ৫০ হাজার রুশ সেনা মোতায়েন ঠেকানো গেছে। ওই এলাকায় নতুন প্রতিরক্ষা ইউনিটও গঠন করা হয়েছে।

রাশিয়া দাবি করেছে, একরাতে ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। অপরদিকে, ইউক্রেন জানিয়েছে, রাশিয়া ৪১টি শাহেদ ড্রোন হামলা চালিয়েছে, যাতে কয়েকজন আহত হন।

নিউজটি শেয়ার করুন

বন্দিবিনিময়ের মাঝেই রুশ সেনাদের নতুন গ্রাম দখলের দাবি

আপডেট সময় ০৯:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

 

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ান সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রুশ মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কের শেভচেঙ্কো ও নোভোসেরহিভকা নামে দুটি গ্রাম এখন তাদের নিয়ন্ত্রণে। ওই এলাকায় গুরুত্বপূর্ণ লিথিয়াম মজুত রয়েছে বলে ধারণা করা হয়। তবে রয়টার্স এ দাবির স্বাধীন যাচাই করতে পারেনি। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, চলমান যুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার আবারও বন্দিবিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। উভয় পক্ষের দাবি, বহু সেনাকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, ফিরিয়ে আনা অধিকাংশ সেনা ২০২২ সাল থেকে বন্দি ছিলেন। তাদের মধ্যে আহত ও অসুস্থ ব্যক্তিও রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ৬২ বছরের মধ্যে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত রুশ সেনারা বর্তমানে বেলারুশে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন। দুই পক্ষই আরও বন্দিবিনিময়ের আশ্বাস দিয়েছে, তবে শান্তি আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয় রাশিয়া।

বন্দিবিনিময়ের মাঝেও উভয়পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন জানিয়েছে, খেরসনে রুশ বিমান হামলায় হতাহত হয়েছে কয়েকজন। সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করার দাবি করেছে কিয়েভ, যেখানে প্রায় ৫০ হাজার রুশ সেনা মোতায়েন ঠেকানো গেছে। ওই এলাকায় নতুন প্রতিরক্ষা ইউনিটও গঠন করা হয়েছে।

রাশিয়া দাবি করেছে, একরাতে ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। অপরদিকে, ইউক্রেন জানিয়েছে, রাশিয়া ৪১টি শাহেদ ড্রোন হামলা চালিয়েছে, যাতে কয়েকজন আহত হন।