৫.১ মাত্রার ভূমিকম্প: ইরানের পারমাণবিক স্থাপনায় উদ্বেগ

- আপডেট সময় ১১:৩০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 31
ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যে ইরানের উত্তরাঞ্চলে মাঝারি মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) গভীরে সংঘটিত হয়। উপকেন্দ্র ছিল সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫.২ বলে জানিয়েছে।
ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দো পারমাণবিক স্থাপনার নিকটে আঘাত হানে এবং এর প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়। উপকেন্দ্র তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল পূর্বে অবস্থিত। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কম্পনের তীব্রতাও ছিল অপেক্ষাকৃত হালকা।
সামাজিক মাধ্যমে পরীক্ষার গুঞ্জন
এ ভূমিকম্প ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একজন ইরানি ব্লগার তাঁর টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হয়তো কোনো ধরনের পরীক্ষা চালাচ্ছিল। তবে এই দাবি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম মিরর ইউএস জানায়, এই বিষয়ে ইরানের কোনো প্রধান গণমাধ্যম এখনো কিছু জানায়নি।
এদিকে, ভূমিকম্পের সময়েই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয় এবং আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো। ইসরায়েলি সংবাদপোর্টাল Wynetnews.com জানায়, বেহমাই প্রদেশে ‘মাগার’ নামের একটি বিমান প্রতিরক্ষা স্থাপনায় এই হামলা চালানো হয়।
উল্লেখ্য, ইরান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় মাঝারি মাত্রার কম্পন সেখানে প্রায়ই দেখা যায়। তবে এই ভূমিকম্পের সময় এবং অবস্থান ঘিরে গুঞ্জনের পেছনে রাজনৈতিক ও নিরাপত্তাগত কারণ থাকতে পারে বলেই অনেকের ধারণা।