ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

চলমান উত্তেজনা নিয়ে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া, আগ্রহ নেই ইসরায়েলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 49

ছবি সংগৃহীত

 

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ইসরায়েল তাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না। মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানান।

তিনি বলেন, “ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে স্পষ্টভাবে অবস্থান নিয়েছেন।” তবে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো মধ্যস্থতা চায় না বলে মন্তব্য করেন তিনি।

পেসকভ আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, ইসরায়েল কোনো বাইরের হস্তক্ষেপ বা মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে না। তারা শান্তিপূর্ণ আলোচনার পথে আসতেও প্রস্তুত নয়।”

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো গত রবিবার মন্তব্য করেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আর নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত নয়। তার মতে, রাশিয়ার সামরিক আগ্রাসনের পটভূমিতে আন্তর্জাতিকভাবে তাদের বিশ্বাসযোগ্যতা সংকটে পড়েছে।

তবে বাস্তবতা হলো, গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে উঠেছে। পাশাপাশি, ইসরায়েলের সঙ্গেও রাশিয়া নানা পর্যায়ে সুসম্পর্ক বজায় রেখেছে। এই দ্বিপাক্ষিক ভারসাম্যের কারণেই মস্কো নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে পারছে।

সম্প্রতি ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান শুরু করেছে। তাদের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে, যা ঠেকাতেই এই অভিযান। তবে ইরান এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যে এই সংঘাত আরও গভীর হলে গোটা অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ অবস্থায় রাশিয়ার প্রস্তাব বাস্তবায়ন হলে হয়তো উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে, যদিও ইসরায়েলের অনীহা সেই সম্ভাবনাকে আপাতত দুর্বল করে তুলেছে।

সূত্র: এএফপি

 

নিউজটি শেয়ার করুন

চলমান উত্তেজনা নিয়ে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া, আগ্রহ নেই ইসরায়েলের

আপডেট সময় ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

 

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ইসরায়েল তাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না। মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানান।

তিনি বলেন, “ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে স্পষ্টভাবে অবস্থান নিয়েছেন।” তবে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো মধ্যস্থতা চায় না বলে মন্তব্য করেন তিনি।

পেসকভ আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, ইসরায়েল কোনো বাইরের হস্তক্ষেপ বা মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে না। তারা শান্তিপূর্ণ আলোচনার পথে আসতেও প্রস্তুত নয়।”

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো গত রবিবার মন্তব্য করেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আর নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত নয়। তার মতে, রাশিয়ার সামরিক আগ্রাসনের পটভূমিতে আন্তর্জাতিকভাবে তাদের বিশ্বাসযোগ্যতা সংকটে পড়েছে।

তবে বাস্তবতা হলো, গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে উঠেছে। পাশাপাশি, ইসরায়েলের সঙ্গেও রাশিয়া নানা পর্যায়ে সুসম্পর্ক বজায় রেখেছে। এই দ্বিপাক্ষিক ভারসাম্যের কারণেই মস্কো নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে পারছে।

সম্প্রতি ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান শুরু করেছে। তাদের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে, যা ঠেকাতেই এই অভিযান। তবে ইরান এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যে এই সংঘাত আরও গভীর হলে গোটা অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এ অবস্থায় রাশিয়ার প্রস্তাব বাস্তবায়ন হলে হয়তো উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে, যদিও ইসরায়েলের অনীহা সেই সম্ভাবনাকে আপাতত দুর্বল করে তুলেছে।

সূত্র: এএফপি