ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

গাজায় সহায়তা কেন্দ্রে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 11

ছবি সংগৃহীত

 

গাজা উপত্যকায় মার্কিন সহায়তায় পরিচালিত একটি খাদ্য সহায়তা বিতরণকেন্দ্রে প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোররাতে সংঘটিত এই হামলায় অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩১ জন নিহতের মরদেহ উদ্ধার করেছি এবং প্রায় ২০০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই মার্কিন সহায়তা বিতরণকেন্দ্র থেকে খাদ্য সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন এবং ইসরায়েলি ট্যাংক ও ড্রোন হামলার শিকার হন।’

তিনি জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে সহায়তার আশায় হাজারো ফিলিস্তিনি ওই এলাকায় জড়ো হতে শুরু করেন। এরপর ভোর সাড়ে ৫টার দিকে ইসরায়েলি বাহিনী ট্যাংক ও ড্রোন থেকে গুলি ছোড়ে। তিনি বলেন, ‘ট্যাংক থেকে একাধিকবার গুলি ছোড়া হয়, পরে ড্রোন থেকেও ব্যাপক গোলাগুলি হয়। লক্ষ্য ছিল শুধুই বেসামরিক মানুষ।’

গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালিমা জানান, সহায়তা কেন্দ্রে হামলার ঘটনায় তারা ২৪ জন নিহতের মরদেহ গ্রহণ করেছেন এবং ৯৬ জন আহতকে চিকিৎসা দিচ্ছেন। অন্যদিকে মধ্য গাজার নুসিরাত শরণার্থীশিবিরের আল-আওয়দা হাসপাতাল জানিয়েছে, তারা সাতটি মরদেহ গ্রহণ করেছে এবং ১১২ জন আহতকে চিকিৎসা দিচ্ছে।

এএফপির খবরে বলা হয়, গত ২৭ মে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) প্রথম খাদ্য সহায়তা কেন্দ্র চালু করে। এরপর থেকে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে এক হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এর জবাবে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯৮১ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এই হিসাবকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এএফপির মন্তব্য চাওয়ার পরও কোনো প্রতিক্রিয়া জানায়নি। গাজায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

গাজায় সহায়তা কেন্দ্রে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩১

আপডেট সময় ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 

গাজা উপত্যকায় মার্কিন সহায়তায় পরিচালিত একটি খাদ্য সহায়তা বিতরণকেন্দ্রে প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোররাতে সংঘটিত এই হামলায় অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩১ জন নিহতের মরদেহ উদ্ধার করেছি এবং প্রায় ২০০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই মার্কিন সহায়তা বিতরণকেন্দ্র থেকে খাদ্য সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন এবং ইসরায়েলি ট্যাংক ও ড্রোন হামলার শিকার হন।’

তিনি জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে সহায়তার আশায় হাজারো ফিলিস্তিনি ওই এলাকায় জড়ো হতে শুরু করেন। এরপর ভোর সাড়ে ৫টার দিকে ইসরায়েলি বাহিনী ট্যাংক ও ড্রোন থেকে গুলি ছোড়ে। তিনি বলেন, ‘ট্যাংক থেকে একাধিকবার গুলি ছোড়া হয়, পরে ড্রোন থেকেও ব্যাপক গোলাগুলি হয়। লক্ষ্য ছিল শুধুই বেসামরিক মানুষ।’

গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালিমা জানান, সহায়তা কেন্দ্রে হামলার ঘটনায় তারা ২৪ জন নিহতের মরদেহ গ্রহণ করেছেন এবং ৯৬ জন আহতকে চিকিৎসা দিচ্ছেন। অন্যদিকে মধ্য গাজার নুসিরাত শরণার্থীশিবিরের আল-আওয়দা হাসপাতাল জানিয়েছে, তারা সাতটি মরদেহ গ্রহণ করেছে এবং ১১২ জন আহতকে চিকিৎসা দিচ্ছে।

এএফপির খবরে বলা হয়, গত ২৭ মে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) প্রথম খাদ্য সহায়তা কেন্দ্র চালু করে। এরপর থেকে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে এক হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এর জবাবে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯৮১ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এই হিসাবকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এএফপির মন্তব্য চাওয়ার পরও কোনো প্রতিক্রিয়া জানায়নি। গাজায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।