০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান

সিকিমে ভূমিধসে সেনা ক্যাম্প ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 69

ছবি সংগৃহীত

 

ভারতের সিকিম রাজ্যে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসে সেনাবাহিনীর একটি ক্যাম্প ধসে পড়ে অন্তত তিনজন সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ছয়জন। সোমবার (২ জুন) এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার সন্ধ্যায় সিকিমের পার্বত্য এলাকায় এই প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটে। ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ, কারণ এটি নেপাল ও চীনের সীমান্তঘেঁষা অঞ্চল।

বিজ্ঞাপন

সেনা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ঘনঘটাপূর্ণ বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড় ধসে পড়ে ক্যাম্পের একটি বড় অংশ চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন সেনাসদস্য প্রাণ হারান। নিখোঁজ রয়েছেন ছয়জন, যাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়েছে ক্যাম্পের একাংশ। পাহাড়ি ঢাল বেয়ে কাদা নেমে এসেছে নিচের দিকে, যেটি উদ্ধার তৎপরতাকে করছে কঠিন ও বিপজ্জনক।

গত এক সপ্তাহ ধরেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অতি বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এই দুর্যোগে সিকিমসহ অন্যান্য রাজ্যে এ পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে, যার ফলে এই সময় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি।

বর্তমানে নিখোঁজ সেনা সদস্যদের উদ্ধারে হেলিকপ্টার ও বিশেষ উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও সেনাবাহিনী আশাবাদী যে তারা দ্রুত নিখোঁজদের সন্ধান পাবে।

সেনা কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সিকিমে ভূমিধসে সেনা ক্যাম্প ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৬

আপডেট সময় ০৭:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

 

ভারতের সিকিম রাজ্যে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসে সেনাবাহিনীর একটি ক্যাম্প ধসে পড়ে অন্তত তিনজন সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ছয়জন। সোমবার (২ জুন) এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার সন্ধ্যায় সিকিমের পার্বত্য এলাকায় এই প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটে। ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ, কারণ এটি নেপাল ও চীনের সীমান্তঘেঁষা অঞ্চল।

বিজ্ঞাপন

সেনা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ঘনঘটাপূর্ণ বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড় ধসে পড়ে ক্যাম্পের একটি বড় অংশ চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন সেনাসদস্য প্রাণ হারান। নিখোঁজ রয়েছেন ছয়জন, যাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়েছে ক্যাম্পের একাংশ। পাহাড়ি ঢাল বেয়ে কাদা নেমে এসেছে নিচের দিকে, যেটি উদ্ধার তৎপরতাকে করছে কঠিন ও বিপজ্জনক।

গত এক সপ্তাহ ধরেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অতি বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এই দুর্যোগে সিকিমসহ অন্যান্য রাজ্যে এ পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে, যার ফলে এই সময় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি।

বর্তমানে নিখোঁজ সেনা সদস্যদের উদ্ধারে হেলিকপ্টার ও বিশেষ উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও সেনাবাহিনী আশাবাদী যে তারা দ্রুত নিখোঁজদের সন্ধান পাবে।

সেনা কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।