০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান, সমঝোতা সই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 66

ছবি: সংগৃহীত

 

জাপানে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে এক লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন জাপানের ব্যবসায়ী ও কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার টোকিওতে আয়োজিত ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা আসে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থান নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এটি শুধু একটি চাকরির সুযোগ নয়, বরং জাপানকে জানার ও শেখার একটি দ্বার খুলে দেবে বাংলাদেশের মানুষের জন্য।”

বিজ্ঞাপন

সেমিনারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হয়। প্রথমটি বিএমইটি (বাংলাদেশ ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং) ও কাইকম ড্রিম স্ট্রিট (KDS)-এর মধ্যে, যা একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি বিএমইটি, জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (NBCC) এবং জেবিবিআরএ (জাপান-বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি)-র মধ্যে।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী ২৭ বছরের নিচে। তাদের জন্য কর্মসংস্থানের দরজা খুলে দেওয়া সরকারের দায়িত্ব। আজকের অনুষ্ঠানটি একটি নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করেছে।”

জাপানের শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের প্রতিনিধি মিতসুরু মাতসুশিতা জানান, “বাংলাদেশিদের প্রতি জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। বাংলাদেশের মেধাবী তরুণদের মধ্যে রয়েছে অসাধারণ সম্ভাবনা।”

এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “আমরা বাংলাদেশকে তরুণ ও দক্ষ শ্রমিকের একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছি। আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত।”

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে প্রতিষ্ঠিত তাদের স্কুল প্রতি বছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং শিগগিরই তা ৩০০০-এ উন্নীত করা হবে।

জেইটিসিও (Japan International Trainee & Skilled Worker Cooperation Organization)-এর চেয়ারম্যান হিরোআকি ইয়াগি বলেন, “বাংলাদেশি শ্রমিকদের জন্য ভাষা শেখা একটি বড় চ্যালেঞ্জ হলেও তাদের দক্ষতা জাপানের বাজারে অত্যন্ত মূল্যবান।”

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, “জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এ কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা অপরিহার্য হয়ে উঠবে।”

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটিরও বেশি হতে পারে, যা বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

নিউজটি শেয়ার করুন

আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান, সমঝোতা সই

আপডেট সময় ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

জাপানে ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে এক লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন জাপানের ব্যবসায়ী ও কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার টোকিওতে আয়োজিত ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা আসে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থান নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এটি শুধু একটি চাকরির সুযোগ নয়, বরং জাপানকে জানার ও শেখার একটি দ্বার খুলে দেবে বাংলাদেশের মানুষের জন্য।”

বিজ্ঞাপন

সেমিনারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হয়। প্রথমটি বিএমইটি (বাংলাদেশ ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং) ও কাইকম ড্রিম স্ট্রিট (KDS)-এর মধ্যে, যা একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি বিএমইটি, জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (NBCC) এবং জেবিবিআরএ (জাপান-বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি)-র মধ্যে।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী ২৭ বছরের নিচে। তাদের জন্য কর্মসংস্থানের দরজা খুলে দেওয়া সরকারের দায়িত্ব। আজকের অনুষ্ঠানটি একটি নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করেছে।”

জাপানের শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের প্রতিনিধি মিতসুরু মাতসুশিতা জানান, “বাংলাদেশিদের প্রতি জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। বাংলাদেশের মেধাবী তরুণদের মধ্যে রয়েছে অসাধারণ সম্ভাবনা।”

এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “আমরা বাংলাদেশকে তরুণ ও দক্ষ শ্রমিকের একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছি। আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত।”

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে প্রতিষ্ঠিত তাদের স্কুল প্রতি বছর ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং শিগগিরই তা ৩০০০-এ উন্নীত করা হবে।

জেইটিসিও (Japan International Trainee & Skilled Worker Cooperation Organization)-এর চেয়ারম্যান হিরোআকি ইয়াগি বলেন, “বাংলাদেশি শ্রমিকদের জন্য ভাষা শেখা একটি বড় চ্যালেঞ্জ হলেও তাদের দক্ষতা জাপানের বাজারে অত্যন্ত মূল্যবান।”

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, “জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এ কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা অপরিহার্য হয়ে উঠবে।”

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটিরও বেশি হতে পারে, যা বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে।