ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে আটক ২,৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত নয়াদিল্লি: জয়সোয়াল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

 

ভারতে অবস্থানরত দুই হাজার ৩৬৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি জানান, বাংলাদেশি অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দ্রুত ফেরত নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

রণধীর জয়সোয়াল বলেন, “ভারতে যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেটি তারা বাংলাদেশি হোক কিংবা অন্য দেশের।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি যেন তারা ভারতে অবস্থানরত অবৈধ ব্যক্তিদের জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে। আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাঁদের বিরুদ্ধে এরই মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অনেকেই কারাভোগ শেষ করেছেন।”

ভারতের দাবি অনুযায়ী, এই তালিকায় থাকা ব্যক্তিদের অনেকে ২০২০ সাল থেকেই ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তবে জাতীয়তা যাচাই সম্পন্ন না হওয়ায় প্রক্রিয়াটি ঝুলে আছে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে অবৈধ অভিবাসী ইস্যুতে আলোচনা চলমান রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে এবং মানবাধিকার রক্ষায় এই ধরনের বিষয় দ্রুত নিষ্পত্তি করা জরুরি। একইসঙ্গে জাতীয়তা যাচাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

ভারতে আটক ২,৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত নয়াদিল্লি: জয়সোয়াল

আপডেট সময় ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

 

ভারতে অবস্থানরত দুই হাজার ৩৬৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি জানান, বাংলাদেশি অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দ্রুত ফেরত নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

রণধীর জয়সোয়াল বলেন, “ভারতে যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেটি তারা বাংলাদেশি হোক কিংবা অন্য দেশের।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি যেন তারা ভারতে অবস্থানরত অবৈধ ব্যক্তিদের জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে। আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাঁদের বিরুদ্ধে এরই মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অনেকেই কারাভোগ শেষ করেছেন।”

ভারতের দাবি অনুযায়ী, এই তালিকায় থাকা ব্যক্তিদের অনেকে ২০২০ সাল থেকেই ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তবে জাতীয়তা যাচাই সম্পন্ন না হওয়ায় প্রক্রিয়াটি ঝুলে আছে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে অবৈধ অভিবাসী ইস্যুতে আলোচনা চলমান রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে এবং মানবাধিকার রক্ষায় এই ধরনের বিষয় দ্রুত নিষ্পত্তি করা জরুরি। একইসঙ্গে জাতীয়তা যাচাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন।

সূত্র : হিন্দুস্তান টাইমস