০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 67

ছবি সংগৃহীত

 

জাপানে এক সাবেক ট্যাক্সিচালককে নারী যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি অন্তত ৫০ জন নারীর উপর যৌন নিপীড়ন চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম দৈনিক ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানায়, ওই ব্যক্তির ট্যাক্সি ও বাসা থেকে প্রায় ৩ হাজারের বেশি যৌন নির্যাতনের ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে। এসব কনটেন্টে অন্তত ৫০ জন নারীকে দেখা গেছে, যাদের বেশিরভাগই ছিলেন যাত্রী হিসেবে।

বিজ্ঞাপন

টোকিও পুলিশের এক মুখপাত্র জানান, অভিযুক্ত ব্যক্তি গত বছর এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নিজের বাসায় নিয়ে যান এবং সেখানে তার উপর অশালীন আচরণ করেন। একইসঙ্গে এই ঘটনার ভিডিও ধারণ করেন তিনি। সেই সময় ভুক্তভোগী তরুণীর বয়স ছিল বিশের কোঠায়।

পুলিশ জানায়, অভিযুক্ত ৫৪ বছর বয়সী এই সাবেক চালককে ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘যৌনাঙ্গের ছবি ও ভিডিও ধারণ সংক্রান্ত শাস্তিযোগ্য আইন’ লঙ্ঘনের অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তদন্তে ভুক্তভোগী নারীদের চুল থেকে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত হয়েছে। এতে স্পষ্ট হয় যে, তাদের অচেতন করে এসব অপরাধ সংঘটিত হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে প্রাপ্ত ভিডিওগুলোর মধ্যে কয়েকটি ২০০৮ সালের পুরনো। এসব ভিডিওর ভিত্তিতে পুলিশ মনে করছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিলেন।

এর আগে, গত বছরের অক্টোবরে এক নারীকে মাদক খাইয়ে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার ইয়েন (প্রায় ২৮০ মার্কিন ডলার) ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই বছরের ডিসেম্বরে আরেক নারীর অভিযোগে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এখন পর্যন্ত পুলিশের তদন্ত চলছে, এবং তারা ধারণা করছে আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া যেতে পারে। পুলিশ জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং সম্ভাব্য ভুক্তভোগীদের সামনে আসার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার

আপডেট সময় ০৭:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

জাপানে এক সাবেক ট্যাক্সিচালককে নারী যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি অন্তত ৫০ জন নারীর উপর যৌন নিপীড়ন চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম দৈনিক ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানায়, ওই ব্যক্তির ট্যাক্সি ও বাসা থেকে প্রায় ৩ হাজারের বেশি যৌন নির্যাতনের ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে। এসব কনটেন্টে অন্তত ৫০ জন নারীকে দেখা গেছে, যাদের বেশিরভাগই ছিলেন যাত্রী হিসেবে।

বিজ্ঞাপন

টোকিও পুলিশের এক মুখপাত্র জানান, অভিযুক্ত ব্যক্তি গত বছর এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নিজের বাসায় নিয়ে যান এবং সেখানে তার উপর অশালীন আচরণ করেন। একইসঙ্গে এই ঘটনার ভিডিও ধারণ করেন তিনি। সেই সময় ভুক্তভোগী তরুণীর বয়স ছিল বিশের কোঠায়।

পুলিশ জানায়, অভিযুক্ত ৫৪ বছর বয়সী এই সাবেক চালককে ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘যৌনাঙ্গের ছবি ও ভিডিও ধারণ সংক্রান্ত শাস্তিযোগ্য আইন’ লঙ্ঘনের অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তদন্তে ভুক্তভোগী নারীদের চুল থেকে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত হয়েছে। এতে স্পষ্ট হয় যে, তাদের অচেতন করে এসব অপরাধ সংঘটিত হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে প্রাপ্ত ভিডিওগুলোর মধ্যে কয়েকটি ২০০৮ সালের পুরনো। এসব ভিডিওর ভিত্তিতে পুলিশ মনে করছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিলেন।

এর আগে, গত বছরের অক্টোবরে এক নারীকে মাদক খাইয়ে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার ইয়েন (প্রায় ২৮০ মার্কিন ডলার) ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই বছরের ডিসেম্বরে আরেক নারীর অভিযোগে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এখন পর্যন্ত পুলিশের তদন্ত চলছে, এবং তারা ধারণা করছে আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া যেতে পারে। পুলিশ জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং সম্ভাব্য ভুক্তভোগীদের সামনে আসার আহ্বান জানিয়েছে।