ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এটাই সরকারের প্রতিশ্রুতি: প্রেস সচিব ইসরায়েলি বাহিনী সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ক্যাশলেস লেনদেন বাড়ানোর ওপর জোর দিতে বলেন গভর্নরের “কেরানীগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ” “পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, নিখোঁজ ৬” “নতুন ইতিহাস: শামির রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি” “মধ্যরাতে সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২ দোকান পুড়ে গেল” “আজ প্রকাশ হচ্ছে খসড়া ভোটার তালিকা: নির্বাচন কমিশনের ঘোষণা” রাজনৈতিক প্রভাবমুক্ত আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে: ধর্ম উপদেষ্টা নেশার টাকা যোগাতে ৩ মাসের সন্তানকে বিক্রি, বাবা আটক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা, একদিনে নিহত দেড় শতাধিক ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 26

ছবি: সংগৃহীত

 

গাজা, ১৮ মে – ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় অন্তত ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই ৬৯ জন মারা গেছেন এবং এই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে।
এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমন্ত বাস্তুচ্যুতদের ওপর আকস্মিক এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।

আইডিএফ দাবি করেছে, এই অভিযানে তারা হামাসের বিভিন্ন ঘাঁটি, সুড়ঙ্গ এবং ট্যাংকবিধ্বংসী সাইটে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে তারা ৬৭০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলেও জানায় তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী গাজার কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে রাখার কথাও জানিয়েছে।

উল্লেখ্য, গাজায় চলমান এই সংঘাতের কারণে প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়ছে। হামলার ফলে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্র বা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা, একদিনে নিহত দেড় শতাধিক ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

 

গাজা, ১৮ মে – ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় অন্তত ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই ৬৯ জন মারা গেছেন এবং এই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে।
এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমন্ত বাস্তুচ্যুতদের ওপর আকস্মিক এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।

আইডিএফ দাবি করেছে, এই অভিযানে তারা হামাসের বিভিন্ন ঘাঁটি, সুড়ঙ্গ এবং ট্যাংকবিধ্বংসী সাইটে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে তারা ৬৭০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলেও জানায় তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী গাজার কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে রাখার কথাও জানিয়েছে।

উল্লেখ্য, গাজায় চলমান এই সংঘাতের কারণে প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়ছে। হামলার ফলে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্র বা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

সূত্র: আল-জাজিরা