তিনটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলো পাকিস্তান

- আপডেট সময় ০১:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 4
আঞ্চলিক উত্তেজনার জেরে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর লাহোর, করাচি এবং সিয়ালকোট সাময়িকভাবে ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে নতুন একটি ‘নোটাম’ (নোটিস টু এয়ারমেন) জারি করা হয়েছে, যার আওতায় উল্লিখিত বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা দুপুর ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
নোটিসে বলা হয়েছে, লাহোর, করাচি ও সিয়ালকোটের একাধিক আকাশপথ বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একাধিক ফ্লাইটে বিরূপ প্রভাব পড়েছে।
এরই মধ্যে মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে অবতরণ করতে বাধ্য হয়েছে। একইভাবে, মুলতান থেকে লাহোরগামী আরেকটি ফ্লাইটকেও করাচিতে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, একটি ফ্লাইটের লাহোরে সকাল ৪টা ১৫ মিনিটে অবতরণের কথা থাকলেও আকাশসীমা বন্ধ থাকায় সেটি অবতরণ করতে পারেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (CAA) সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে চলছে, যাতে যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বাভাবিকতা নিশ্চিত করা যায়। যাত্রীদেরকে সর্বশেষ তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার এক বিবৃতিতে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ দেশি ও আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছিল যে, দেশের সব বিমানবন্দর সচল রয়েছে এবং জাতীয় আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য নিরাপদ। তবে হঠাৎ করেই এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।