আমরা কখনোই ভারতের সাধারণ নাগরিকদের টার্গেট করব না: খাজা আসিফ

- আপডেট সময় ০১:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 8
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত বুধবার একাধিকবার পাকিস্তানের কয়েকটি শহরে হামলার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এখনো ভারতের তরফ থেকে সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বজায় রয়েছে বলে তিনি সতর্ক করেছেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভির জনপ্রিয় টকশো ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারত কোনো কারণ বা প্রমাণ ছাড়াই যদি পদক্ষেপ নিতে পারে, তাহলে পাকিস্তানও তার জবাব দিতে প্রস্তুত। আমাদের জবাব দেয়ার যৌক্তিক ভিত্তি রয়েছে, কিন্তু আমরা কখনোই ভারতের সাধারণ নাগরিকদের টার্গেট করব না।”
তিনি আরও জানান, ভারত রাডারের মাধ্যমে অন্তত দুই থেকে তিনবার পাকিস্তানের কয়েকটি শহরকে টার্গেট করার চেষ্টা করেছে, যাতে প্রয়োজনে সেখানে হামলা চালানো যায়। এসব শহরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্থায়ীভাবে আলো নিভিয়ে ফেলা হয়েছিল।
খাজা আসিফ বলেন, “আমরা কোনো প্ররোচনাকে প্রশ্রয় দেব না। ভারত যা করছে তা সহ্য করা হবে না। আমরা এর কড়া জবাব দিতে প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপসের সুযোগ নেই।”
তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। আমরা শান্তি চাই, কিন্তু যদি পরিস্থিতি আমাদের বাধ্য করে, তাহলে আমরা জবাব দিতেই বাধ্য হব।”
প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রায় দুই সপ্তাহ আগে শুরু হওয়া চলমান উত্তেজনার এখনো কোনো সমাধান হয়নি। বরং তা ধীরে ধীরে আরও জটিল আকার ধারণ করছে। ভারতের আচরণকে ‘উস্কানিমূলক’ উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নষ্ট করছে।
উল্লেখ্য, সম্প্রতি অঞ্চলটিতে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। উভয় দেশই নিজেদের অবস্থান জোরালো করছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
খাজা আসিফের বক্তব্য পাকিস্তানের কূটনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তার মন্তব্যে স্পষ্ট যে, পাকিস্তান কোনোভাবেই আগ্রাসন সহ্য করবে না এবং সময়মতো উপযুক্ত জবাব দেবে।
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তা এখন আরও জোরালোভাবে অনুভূত হচ্ছে।