পাকিস্তানে ভারতীয় হামলায় কড়া ভাষায় নিন্দা ট্রাম্পের, উদ্বিগ্ন জাতিসংঘ

- আপডেট সময় ১১:৫১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 19
ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, “ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ খবর শুনেছি। এটা লজ্জার বিষয়।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝেছিল যে কিছু একটা ঘটবে। ভারত ও পাকিস্তান বহুদিন ধরেই লড়াই করে আসছে।” একই সঙ্গে তিনি চলমান উত্তেজনা খুব শিগগিরই প্রশমিত হবে বলে আশা প্রকাশ করেন।
অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতীয় সামরিক অভিযানে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সংযত আচরণ এবং সর্বোচ্চ সামরিক আত্মসংযম প্রদর্শনের আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হলে তা বিশ্ববাসীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান সেনাবাহিনী জানায়, এতে কমপক্ষে ৮ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় হামলার জবাব দেওয়া শুরু হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “কাপুরুষেরা নিজেদের আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে। তারা কখনোই সরাসরি লড়াইয়ে আসেনি। তারা যেন বেরিয়ে আসে, আমরা জবাব দিতে প্রস্তুত।”
তিনি জানান, পাকিস্তান এর চেয়ে বড় পরিসরে জবাব দেবে এবং কোনোভাবেই এই হামলার প্রতিশোধ ছাড়া থাকবেন না।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। এরপর থেকেই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ভারতের সাম্প্রতিক হামলা ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তাদের টার্গেট ছিল না কোনো সামরিক স্থাপনা, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে।