ডা. শফিকুর রহমান
চীনের তিব্বত অঞ্চলে ভূমিকম্পে ১২৬ জন লোক নিহত ও ১৮৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ
চীনের তিব্বত অঞ্চলে গত ৭ জানুয়ারি প্রচণ্ড ভূমিকম্পে ১২৬ জন লোক নিহত ও ১৮৮ জন আহত এবং এক হাজারের অধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ জানুয়ারি নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেন।
“চীনের তিব্বত অঞ্চলে গত ৭ জানুয়ারি প্রচণ্ড ভূমিকম্পে ১২৬ জন লোক নিহত ও ১৮৮ জন আহত এবং এক হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি আমার নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এ দুঃখজনক ঘটনায় চীনের তিব্বতের জনগণের মত বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আমি আশা করি চীন সরকার ও তিব্বতের জনগণ জানমালের এ বিরাট ক্ষয়ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
এ ভূমিকম্পে যারা নিহত হয়েছে তাদের সকলের পরিবার-পরিজন ও চীন সরকারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”