ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 19

ছবি সংগৃহীত

 

ইসরায়েলি হামলার জবাবে অভিযান জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার রাতে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় ৩০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বিমান হামলা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এদিকে, ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ৪ মে থেকে আমেরিকা আল-জাওফ ও মারিবসহ বিভিন্ন প্রদেশে ৩৫টি হামলা চালিয়েছে।

মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইয়েমেনে ১,০০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ হয়েছে। এসব হামলার উদ্দেশ্য—লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েল বা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনে হুতিদের প্রতিরোধ বন্ধ করা।

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই আগ্রাসন শুরু হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলার ফলে ৩০ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম ঘণ্টাখানেক বন্ধ থাকে।

 

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

আপডেট সময় ০৫:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

ইসরায়েলি হামলার জবাবে অভিযান জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার রাতে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় ৩০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বিমান হামলা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এদিকে, ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ৪ মে থেকে আমেরিকা আল-জাওফ ও মারিবসহ বিভিন্ন প্রদেশে ৩৫টি হামলা চালিয়েছে।

মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইয়েমেনে ১,০০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ হয়েছে। এসব হামলার উদ্দেশ্য—লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েল বা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনে হুতিদের প্রতিরোধ বন্ধ করা।

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই আগ্রাসন শুরু হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলার ফলে ৩০ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম ঘণ্টাখানেক বন্ধ থাকে।