ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

বাংলাদেশ-ইতালি সম্পর্ক নতুন উচ্চতায়, সফর শেষে যৌথ সহযোগিতার অঙ্গীকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 35

ছবি সংগৃহীত

 

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসি ৫ ও ৬ মে দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করেন। সফরকালীন সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি আইন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র এবং কৃষি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

এই সফরে বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপত্তা, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসীদের সুরক্ষা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে, ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় বৈধ শ্রম অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানব পাচার রোধে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

বৈঠকগুলোতে ইতালি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানায়। একইসঙ্গে, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।

দুই দেশের পক্ষ থেকেই অপরাধ দমন, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ কার্যকরী কমিটি গঠনের বিষয়ে একমত পোষণ করা হয়। এতে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের শেষ দিনে, উভয় দেশ পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও কর্মক্ষেত্রভিত্তিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। আলোচনা সূত্রে জানা যায়, অদূর ভবিষ্যতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন, যা এই সম্পর্ককে আরও গভীরতর করবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ইতালি সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ইতালি সম্পর্ক নতুন উচ্চতায়, সফর শেষে যৌথ সহযোগিতার অঙ্গীকার

আপডেট সময় ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসি ৫ ও ৬ মে দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করেন। সফরকালীন সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি আইন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র এবং কৃষি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

এই সফরে বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপত্তা, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসীদের সুরক্ষা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে, ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় বৈধ শ্রম অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানব পাচার রোধে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

বৈঠকগুলোতে ইতালি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানায়। একইসঙ্গে, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।

দুই দেশের পক্ষ থেকেই অপরাধ দমন, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ কার্যকরী কমিটি গঠনের বিষয়ে একমত পোষণ করা হয়। এতে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের শেষ দিনে, উভয় দেশ পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও কর্মক্ষেত্রভিত্তিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। আলোচনা সূত্রে জানা যায়, অদূর ভবিষ্যতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন, যা এই সম্পর্ককে আরও গভীরতর করবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ইতালি সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।