ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

গোয়ার মন্দিরে শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু, আহত ১৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

ভারতের গোয়া রাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে অন্তত ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। শনিবার ভোরে উত্তর গোয়ার শ্রীগাও গ্রামে অবস্থিত লায়রাই দেবীর মন্দিরে বার্ষিক শোভাযাত্রার সময় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল জানান, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার গভীর রাত থেকেই মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত জমায়েত হতে শুরু করেন। প্রতি বছরের মতো এবারও লায়রাই দেবীর মন্দিরে ধর্মীয় উৎসব ও শোভাযাত্রা উপলক্ষে বিশাল সংখ্যক ভক্ত অংশ নিতে আসেন। ভোরের দিকে জনস্রোত এতটাই বেড়ে যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ করে সৃষ্টি হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির। তখনই অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা ছিল না। অতিরিক্ত ভিড়ের কারণে উদ্ধার কাজ চালাতে সময় লেগে যায়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থলের খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহতদের সঙ্গে দেখা করেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে আমরা পাশে থাকার আশ্বাস দিচ্ছি। আহতদের চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হবে না।”

এদিকে, ঠিক কী কারণে এই হুড়োহুড়ির সূত্রপাত, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রতিবছরই গোয়ার শ্রীগাও গ্রামে লায়রাই দেবীর এই বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে গোয়ার বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা অংশ নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকের ছায়ায়।

ঘটনাটি গোয়াজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রশ্ন উঠেছে, এমন ধর্মীয় আয়োজনে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কেন রইল? তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছেন সবাই।

নিউজটি শেয়ার করুন

গোয়ার মন্দিরে শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু, আহত ১৮

আপডেট সময় ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

ভারতের গোয়া রাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে অন্তত ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। শনিবার ভোরে উত্তর গোয়ার শ্রীগাও গ্রামে অবস্থিত লায়রাই দেবীর মন্দিরে বার্ষিক শোভাযাত্রার সময় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল জানান, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার গভীর রাত থেকেই মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত জমায়েত হতে শুরু করেন। প্রতি বছরের মতো এবারও লায়রাই দেবীর মন্দিরে ধর্মীয় উৎসব ও শোভাযাত্রা উপলক্ষে বিশাল সংখ্যক ভক্ত অংশ নিতে আসেন। ভোরের দিকে জনস্রোত এতটাই বেড়ে যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ করে সৃষ্টি হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির। তখনই অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা ছিল না। অতিরিক্ত ভিড়ের কারণে উদ্ধার কাজ চালাতে সময় লেগে যায়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থলের খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহতদের সঙ্গে দেখা করেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে আমরা পাশে থাকার আশ্বাস দিচ্ছি। আহতদের চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হবে না।”

এদিকে, ঠিক কী কারণে এই হুড়োহুড়ির সূত্রপাত, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রতিবছরই গোয়ার শ্রীগাও গ্রামে লায়রাই দেবীর এই বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে গোয়ার বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা অংশ নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকের ছায়ায়।

ঘটনাটি গোয়াজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রশ্ন উঠেছে, এমন ধর্মীয় আয়োজনে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কেন রইল? তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছেন সবাই।