শিরোনাম :
ছত্রিশগড়ে বোমা বিস্ফোরণ: ৯ ভারতীয় সেনার মৃত্যু
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্রিশগড় রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছেন। মাওবাদী বিরোধী অভিযান প্রধান বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, সোমবার এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে যখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি অভিযানের পর ফিরে আসছিলেন। পুলিশ জানিয়েছে, রাস্তায় পুঁতে রাখা শক্তিশালী ল্যান্ডমাইনের বিস্ফোরণে বাহিনীর গাড়ি উড়ে যায়। নিহতদের মধ্যে আটজন নিরাপত্তা সদস্য এবং একজন চালক রয়েছেন।
এর আগে, শনিবার বিজাপুরেই নিরাপত্তা বাহিনী ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে চার বিদ্রোহী ও পুলিশের একজন কর্মকর্তা নিহত হন।