শিরোনাম :
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অভিবাসীর ঢল: বছরের শুরুতেই রেকর্ডসংখ্যক আগমন।

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 53
২০২৫ সালের শুরুতেই ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ১০,০০০-এর বেশি অভিবাসী—যা বছরের এই সময়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।শুধু সোমবারেই ৪৭৩ জন অভিবাসী আটটি নৌকায় করে চ্যানেল পার হয়েছেন।
হোম অফিস এবং বর্ডার ফোর্স জানিয়েছে,
সাম্প্রতিক উষ্ণ আবহাওয়া ও শান্ত সমুদ্র পরিস্থিতি এই পারাপারে সহায়ক হয়েছে।
সরকার নতুন প্রস্তাবিত আশ্রয় আইনে যৌন অপরাধে দণ্ডিতদের যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন নিষিদ্ধ করার কথা জানিয়েছে।
অন্যদিকে, কনজারভেটিভ পার্টি এই পরিস্থিতির জন্য লেবার পার্টিকে দায়ী করে বলেছে, রুয়ান্ডা প্রত্যাবাসন পরিকল্পনা বাতিল করায় অভিবাসন নিরুৎসাহিত করার নীতি দুর্বল হয়ে পড়েছে।