শিরোনাম :
ট্রাম্পের ফোনকলে অ্যামাজনের পরিকল্পনা বাতিল!

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
ঘটনা হলো, অ্যামাজন ভেবেছিল চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে যেসব শুল্ক (ট্যারিফ) বসানো হয়েছে, তা পণ্যের দামের পাশে লিখে দিবে—যাতে ক্রেতারা বুঝতে পারেন কোন পণ্যের দাম কেন বেশি। এটা বিশেষভাবে কমদামি “Amazon Haul” পণ্যে দেখানোর পরিকল্পনা ছিল।
কিন্তু হোয়াইট হাউস বলেছে অ্যামাজনের এই পরিকল্পনা রাজনৈতিক এবং শত্রুতাপূর্ণ। তারা বলেছে, এতে মনে হচ্ছে অ্যামাজন চীনের পক্ষ নিচ্ছে।
এই কারণে ট্রাম্প নিজে জেফ বেজোসকে ফোন করে অসন্তোষ প্রকাশ করেন।
এরপর অ্যামাজন জানায়, তারা এই পরিকল্পনা বাতিল করেছে।