ভারতকে আগে আক্রমণ নয়, প্রতিশোধ হবে কঠোর: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় ০৩:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে হামলা চালাবে না, তবে প্রতিশোধ নিতে পূর্ণ প্রস্তুত রয়েছে এমনটাই জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সিনেট অধিবেশনে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সিনেটে দেওয়া বক্তব্যে ইসহাক দার বলেন, “আমরা প্রথমে আক্রমণকারী হব না। তবে যদি ভারত হামলা চালায়, তাহলে এবার প্রতিশোধ সীমিত থাকবে না, বরং ভারতের আঘাতের চেয়ে আরও কঠোর হবে আমাদের জবাব।”
তিনি জানান, ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কূটনৈতিকভাবে বেশ সক্রিয় রয়েছে। দার বলেন, “আমরা ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজান, কুয়েত, বাহরাইন ও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পাকিস্তানের ওপর সম্ভাব্য হুমকির বিষয়টি তাদের জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, চীন ও তুরস্ক পাকিস্তানের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়েছে, যা এই সংকটময় সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিনেটে পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) আইন প্রণেতা সৈয়দ মাসরুর আহসান দেশে রাজনৈতিক ঐক্যের বার্তা দিতে একটি বহুদলীয় সম্মেলনের প্রস্তাব দেন, যেখানে পিটিআই প্রধান ইমরান খানের অংশগ্রহণের বিষয়টি উল্লেখযোগ্যভাবে সমর্থন পান।
এ নিয়ে ইসহাক দার বলেন, “এটা সময়ের দাবি সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে দেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে। পহেলগাম হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে, তা মোকাবেলায় রাজনৈতিক ঐক্য অপরিহার্য।”
সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
এ ঘটনায় পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে গিয়ে দার বলেন, “আমি বন্ধুপ্রতিম দেশগুলোকে ভারতের মানসিকতা, ইতিহাস এবং অতীতের ঘটনা তুলে ধরে আমাদের উদ্বেগ ব্যাখ্যা করেছি।”
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও এক সতর্কবার্তায় জানান, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে।
তথ্যপ্রমাণের ভিত্তিতে ইসহাক দার বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন বলছে, ভারত ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। তবে পাকিস্তান সবর করছে যাতে বৈশ্বিক মহলে আগ্রাসনের অভিযোগ না ওঠে, কিন্তু যদি পরিস্থিতি বিস্ফোরণমুখী হয়, আমরা নিরুত্তর থাকব না।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, ইসলামাবাদ যুদ্ধ চাইছে না, তবে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। পরিস্থিতি এখন আন্তর্জাতিক নজরদারিতে রয়েছে এবং দক্ষিণ এশিয়ায় আবারও এক অনিশ্চয়তার ছায়া ঘনিয়ে এসেছে।