ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

- আপডেট সময় ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন করে আহত হয়েছেন আরও ১৫৩ জন ফিলিস্তিনি, যাদের সবাইকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৯২ জনে।
মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারী দলগুলোর পক্ষে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে এ পর্যন্ত আরও ২ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৭০০ জন।
চলমান আক্রমণ এবং হত্যাযজ্ঞে গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও ধ্বংসের মিছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৩১৪ জন ফিলিস্তিনি।
এর আগে, গত নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ধ্বংসস্তূপে পরিণত গাজা শহর এখন এক মানবিক বিপর্যয়ের নাম। খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে লাখো মানুষ। আন্তর্জাতিক মহলের বিভিন্ন অনুরোধ ও নিন্দা উপেক্ষা করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে বিশ্ববাসীর নজর এখন গাজার দিকে, যেখানে প্রতিদিনই মৃত্যু, কান্না আর ধ্বংস লেগেই আছে।