ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার বিএনপি, জামায়াত এবং এনসিপি’র তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হচ্ছে তিনটি বলয় দ্রুত বিচার শেষ করে এক সপ্তাহের মধ্যে রায় কার্যকরের দাবি শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে ২ দিন ধরে গোলাগুলি চলছে কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার নিন্দায় জাতিসংঘ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান ক্যান্সার চিকিৎসায় বায়োটেক প্রযুক্তিতে সমাধানের আশায় দেশীয় ওষুধ শিল্প সংকট রাজনীতিবিদদের সুযোগ এনে দেয়’: জ্বালানি উপদেষ্টা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে জামায়াতে ইসলামী সাহিত্যের বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের জন্মদিন আজ

মস্কোর নিকটে বোমা হামলায় রুশ জেনারেল নিহত, ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলীয় বালাশিখা শহরে ভয়াবহ গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। শুক্রবার এই বিস্ফোরণের ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে রাশিয়া এর জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, পার্ক করা একটি ভল্ক্সওয়াগেন গল্ফ গাড়িতে বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। গাড়িটিতে বোমা পুঁতে রাখা হয়েছিল এবং মস্কালিক ওই গাড়ির পাশে হেঁটে যাওয়ার সময় দূর থেকে তা বিস্ফোরণ ঘটানো হয়। রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় একটি ফৌজদারি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টোরেটের ডেপুটি প্রধান ছিলেন। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলে ছিলেন এবং আন্তর্জাতিক নানা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। ২০১৫ সালে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত নর্ম্যান্ডি ফরম্যাট বৈঠকে রাশিয়ার প্রতিনিধি হিসেবে তিনি অংশ নেন। ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ বন্ধে মিনস্ক চুক্তির বাস্তবায়ন তদারকি করা।

ক্রেমলিনের ওয়েবসাইট অনুযায়ী, সে সময় মস্কালিক রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্ট পুতিনের সহকারী ইউরি উশাকভের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম বাজা ও ইজভেস্তিয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে পার্ক করা গাড়ির পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন এবং মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে গাড়ির টুকরো ছিটকে পড়ে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘এই হত্যাকাণ্ডে ইউক্রেনের বিশেষ বাহিনীর সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। যদি ইউক্রেনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়, তবে এটি কিয়েভের চরম বর্বরতার প্রমাণ এবং শান্তি আলোচনাকে বানচাল করার ষড়যন্ত্র।’

এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে আসছিলেন। ইউক্রেনের দাবি, রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিক নয় এবং সাম্প্রতিক রুশ মিসাইল হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কেবল গত বৃহস্পতিবার কিয়েভে এক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, বালাশিখার এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে একটি লাশ কালো ব্যাগে মোড়ানো অবস্থায় অ্যাম্বুলেন্সে নিতে দেখেছেন। স্থানীয় সময় শুক্রবার বিস্ফোরণের পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।

এই হামলা সাম্প্রতিক সময়ে রাশিয়ার সামরিক ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ডগুলোর একটি নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

 

নিউজটি শেয়ার করুন

মস্কোর নিকটে বোমা হামলায় রুশ জেনারেল নিহত, ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া

আপডেট সময় ১২:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলীয় বালাশিখা শহরে ভয়াবহ গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। শুক্রবার এই বিস্ফোরণের ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে রাশিয়া এর জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, পার্ক করা একটি ভল্ক্সওয়াগেন গল্ফ গাড়িতে বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। গাড়িটিতে বোমা পুঁতে রাখা হয়েছিল এবং মস্কালিক ওই গাড়ির পাশে হেঁটে যাওয়ার সময় দূর থেকে তা বিস্ফোরণ ঘটানো হয়। রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় একটি ফৌজদারি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টোরেটের ডেপুটি প্রধান ছিলেন। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলে ছিলেন এবং আন্তর্জাতিক নানা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। ২০১৫ সালে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত নর্ম্যান্ডি ফরম্যাট বৈঠকে রাশিয়ার প্রতিনিধি হিসেবে তিনি অংশ নেন। ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ বন্ধে মিনস্ক চুক্তির বাস্তবায়ন তদারকি করা।

ক্রেমলিনের ওয়েবসাইট অনুযায়ী, সে সময় মস্কালিক রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্ট পুতিনের সহকারী ইউরি উশাকভের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম বাজা ও ইজভেস্তিয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে পার্ক করা গাড়ির পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন এবং মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে গাড়ির টুকরো ছিটকে পড়ে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘এই হত্যাকাণ্ডে ইউক্রেনের বিশেষ বাহিনীর সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। যদি ইউক্রেনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়, তবে এটি কিয়েভের চরম বর্বরতার প্রমাণ এবং শান্তি আলোচনাকে বানচাল করার ষড়যন্ত্র।’

এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে আসছিলেন। ইউক্রেনের দাবি, রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিক নয় এবং সাম্প্রতিক রুশ মিসাইল হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কেবল গত বৃহস্পতিবার কিয়েভে এক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, বালাশিখার এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে একটি লাশ কালো ব্যাগে মোড়ানো অবস্থায় অ্যাম্বুলেন্সে নিতে দেখেছেন। স্থানীয় সময় শুক্রবার বিস্ফোরণের পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।

এই হামলা সাম্প্রতিক সময়ে রাশিয়ার সামরিক ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ডগুলোর একটি নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।