শিরোনাম :
ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৫১৩ বার পড়া হয়েছে
লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে, ইসরায়েল সীমান্তের আরও কাছে, তাদের উপস্থিতি বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, “নাসরাল্লাহর মৃত্যুর পর দক্ষিণাঞ্চল পুনরুদ্ধারে বাস্তব অগ্রগতি হয়েছে।”
মূল অগ্রগতি:
নতুন করে ১,৫০০ সেনা মোতায়েন, ফলে বর্তমানে ওই অঞ্চলে সক্রিয় সেনার সংখ্যা ৬,০০০
অতিরিক্ত ৪,০০০ সেনা নিয়োগাধীন
হিজবুল্লাহর অস্ত্র জব্দ এবং ঘাঁটি ভেঙে ফেলা হয়েছে, যা ছিলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল এর দেয়া যুদ্ধবিরতির শর্ত
গোয়েন্দা টহল, চেকপয়েন্ট ও নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে।