ট্রাম্পের শুল্কছাড়ের ঘোষণায় ইলেকট্রনিকস পণ্যে ছাড়, এশিয়ার বাজারে ইতিবাচক সাড়া

- আপডেট সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 20
আজ সোমবার এশিয়ার শেয়ারবাজারে সূচকের উত্থান লক্ষ্য করা গেছে, পাশাপাশি ওয়াল স্ট্রিটের ফিউচার সূচকেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যে শুল্ক ছাড় দেওয়ায় এই ধারা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন, এই শুল্কছাড় অস্থায়ী। তিনি আরও জানান, আগামী সপ্তাহেই সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক আরোপ করা হবে এবং স্মার্টফোন নিয়েও নিকট ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমএসসিআই সূচক আজ বেড়েছে ১.৬ শতাংশ, যদিও গত সপ্তাহে এটি ৪ শতাংশ হ্রাস পেয়েছিল। চীনের ব্লু চিপ শেয়ার সূচক বেড়েছে ০.৫ শতাংশ এবং জাপানের নিক্কেই সূচকও ১.৬ শতাংশ উত্থান দেখিয়েছে। গত সপ্তাহে এই সূচকে ব্যাপক ওঠানামা দেখা গেছে।
অন্যদিকে, এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার সূচক ০.৮ শতাংশ এবং নাসডাক ফিউচার সূচক ১.২ শতাংশ বেড়েছে। যদিও এসঅ্যান্ডপি ৫০০ সূচক গত সপ্তাহে ৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, এখনও তা ২ এপ্রিলের শুল্ক ঘোষণার আগের স্তরের তুলনায় ৫ শতাংশ নিচে রয়েছে।
ইউরোপের দিকেও আজ কিছুটা উত্সাহের আভাস মিলেছে। ইউরোস্টক্স ফিউচার সূচক বেড়েছে ২.৬ শতাংশ, এফটিএসই ফিউচার ১.৮ শতাংশ এবং জার্মানির ডিএএক্স ফিউচার বেড়েছে ২.২ শতাংশ।
এদিকে, ডলারের দরপতন অব্যাহত রয়েছে। আজ ইউরো, ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলার আরও দুর্বল হয়েছে। গত সপ্তাহেও ডলারের দর ৫ শতাংশ পড়ে গিয়েছিল। বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজছে সোনায়। সে কারণে আজ সকালে সোনার দাম নতুন রেকর্ড গড়ে প্রতি আউন্স ৩,২৪৫ ডলারে পৌঁছেছে।
তবে তেলবাজারে চিত্র ভিন্ন। বিশ্বব্যাপী মন্দার শঙ্কা এবং ওপেকের সরবরাহ বৃদ্ধির আশঙ্কায় তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৪.৫৯ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ১৫ সেন্ট কমে হয়েছে ৬১.৩৫ ডলার।
বিশ্ববাজারে এই মিশ্র প্রবণতা বিনিয়োগকারীদের নতুন করে ভাবতে বাধ্য করছে কোথায় ঝুঁকি, আর কোথায় নিরাপদ সম্ভাবনা।