০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

“গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 84

ছবি সংগৃহীত

 

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯১২, এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন, যাদের ৫৬ শতাংশ নারী ও শিশু।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি বাহিনী ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে।

১৫ মাসের টানা অভিযানের পর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু এই বিরতির দু’মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে ২,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের মূল লক্ষ্য, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

“গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি”

আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯১২, এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন, যাদের ৫৬ শতাংশ নারী ও শিশু।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি বাহিনী ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে।

১৫ মাসের টানা অভিযানের পর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু এই বিরতির দু’মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে ২,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের মূল লক্ষ্য, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।