ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ ককেশাসে বিদেশি বাহিনী অগ্রহণযোগ্য: ইরান অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গাফিলতি, দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত সন্ত্রাসবাদ ও আইন লঙ্ঘনের অভিযোগে শিক্ষার্থীদের ভিসা বাতিল ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা ১০ দিনের মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অগ্রগতি: জেলেনস্কি রাজবাড়ীতে হাসপাতালে স্বামীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল তৃপ্তি দিমরির খোলামেলা স্বীকারোক্তি: অভিনেত্রী হওয়ার জন্য মরতেও প্রস্তুত ছিলেন ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বিশ্রামে ভিনিসিয়ুস বিশ্ব আলোকচিত্র দিবস আজ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে কমিটি গঠন

“গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯১২, এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন, যাদের ৫৬ শতাংশ নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি বাহিনী ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে।

১৫ মাসের টানা অভিযানের পর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু এই বিরতির দু’মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে ২,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের মূল লক্ষ্য, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

“গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি”

আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯১২, এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন, যাদের ৫৬ শতাংশ নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়, যার ফলে ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি বাহিনী ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে।

১৫ মাসের টানা অভিযানের পর, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু এই বিরতির দু’মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে ২,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের মূল লক্ষ্য, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।