ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

শুল্ক কমানোর ব্যাপারে আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা খুব শিগগিরই : ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে যে নতুন শুল্ক আরোপ করা হয়েছে তা নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে অনেক দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এসব দেশের সঙ্গে শিগগির সমঝোতা আলোচনা শুরু করা হবে।

বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি। সম্প্রতি একাধিক দেশের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন তিনি, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যবাজারে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রপ্তানিপণ্য এখন যুক্তরাষ্ট্রে কঠিন চ্যালেঞ্জের মুখে।

নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বিদেশি পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে, আর কেউ এই শুল্কের বিরোধিতা করলে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠোর পদক্ষেপ। একইসঙ্গে চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি তার পণ্যে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তবে আগামী ৯ এপ্রিল থেকে চীনের পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এই ঘোষণার ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যনির্ভর অনেক দেশ। বাংলাদেশ, যেটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক, তার পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এমন শুল্ক দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্কে বড় ধরনের আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুধু বাংলাদেশ নয় ভারতের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের ২৯, চীনের ৩৪, শ্রীলঙ্কার ৪৪, থাইল্যান্ডের ৩৬, ভিয়েতনামের ৪৬, মিয়ানমারের ৪৪ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, তুরস্কসহ আরও অনেক দেশের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে বিভিন্ন হারে।

সবচেয়ে উল্লেখযোগ্য হলো, সব ধরনের বিদেশি গাড়ি আমদানির ওপর একযোগে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা বিশ্ব গাড়ি শিল্পেও প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “দীর্ঘদিনের বাণিজ্য বৈষম্য দূর করতে এটাই উপযুক্ত সময়। আজ থেকে আমেরিকান শিল্পের পুনর্জাগরণ শুরু হলো।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। অনেক দেশ ইতোমধ্যেই সমঝোতার আহ্বান জানিয়েছে। তবে আপাতত ট্রাম্পের অবস্থান কঠোরই থেকে যাচ্ছে।

বিশ্ব এখন অপেক্ষায় এই শুল্ক যুদ্ধ কোথায় গিয়ে থামে, আর এতে কোন কোন দেশ কতটা ক্ষতির মুখে পড়ে।

নিউজটি শেয়ার করুন

শুল্ক কমানোর ব্যাপারে আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা খুব শিগগিরই : ট্রাম্প

আপডেট সময় ১১:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে যে নতুন শুল্ক আরোপ করা হয়েছে তা নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে অনেক দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। এর প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এসব দেশের সঙ্গে শিগগির সমঝোতা আলোচনা শুরু করা হবে।

বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি। সম্প্রতি একাধিক দেশের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন তিনি, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যবাজারে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রপ্তানিপণ্য এখন যুক্তরাষ্ট্রে কঠিন চ্যালেঞ্জের মুখে।

নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বিদেশি পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে, আর কেউ এই শুল্কের বিরোধিতা করলে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠোর পদক্ষেপ। একইসঙ্গে চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি তার পণ্যে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তবে আগামী ৯ এপ্রিল থেকে চীনের পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এই ঘোষণার ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যনির্ভর অনেক দেশ। বাংলাদেশ, যেটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক, তার পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এমন শুল্ক দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্কে বড় ধরনের আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুধু বাংলাদেশ নয় ভারতের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের ২৯, চীনের ৩৪, শ্রীলঙ্কার ৪৪, থাইল্যান্ডের ৩৬, ভিয়েতনামের ৪৬, মিয়ানমারের ৪৪ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, তুরস্কসহ আরও অনেক দেশের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে বিভিন্ন হারে।

সবচেয়ে উল্লেখযোগ্য হলো, সব ধরনের বিদেশি গাড়ি আমদানির ওপর একযোগে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা বিশ্ব গাড়ি শিল্পেও প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “দীর্ঘদিনের বাণিজ্য বৈষম্য দূর করতে এটাই উপযুক্ত সময়। আজ থেকে আমেরিকান শিল্পের পুনর্জাগরণ শুরু হলো।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। অনেক দেশ ইতোমধ্যেই সমঝোতার আহ্বান জানিয়েছে। তবে আপাতত ট্রাম্পের অবস্থান কঠোরই থেকে যাচ্ছে।

বিশ্ব এখন অপেক্ষায় এই শুল্ক যুদ্ধ কোথায় গিয়ে থামে, আর এতে কোন কোন দেশ কতটা ক্ষতির মুখে পড়ে।