ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

ট্রাম্পের পাল্টা শুল্কে কাঁপছে বিশ্ববাজার, আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ অর্ধশতাধিক দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এরই মধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট বলেন, “গত রাতে ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর) কাছ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টিরও বেশি দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে, এই শুল্ক নীতির প্রভাবে তাদের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে।”

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জানান, শুল্ক আরোপের ঘোষণার পর দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় আগ্রহী হয়ে উঠেছে। এতে করে প্রেসিডেন্ট ট্রাম্প এখন “ক্ষমতার কেন্দ্রে” অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাই এখনো এসব দেশের নাম বা আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি। হোয়াইট হাউস একসঙ্গে এত দেশকে নিয়ে সমঝোতা আলোচনায় বসা এক দুঃসাধ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং–তে রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে তাইওয়ানের ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের দাবি জানান। তিনি আমদানি পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য বাধা দূর করার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তাইওয়ানিজ বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দেন তিনি।

অন্যদিকে বাণিজ্য বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের এই আগ্রাসী শুল্কনীতি বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ উসকে দিতে পারে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি নতুন করে মন্দার মুখে পড়তে পারে।

তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আশ্বস্ত করে বলেন, “শুক্রবার প্রকাশিত কর্মসংস্থানের তথ্য আমাদের প্রত্যাশার চেয়েও ভালো। আমরা ইতিবাচক অগ্রগতি দেখছি এবং মন্দার কোনো কারণ দেখছি না।”

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের পাল্টা শুল্কে কাঁপছে বিশ্ববাজার, আলোচনায় যুক্তরাষ্ট্রের দ্বারস্থ অর্ধশতাধিক দেশ

আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এরই মধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট বলেন, “গত রাতে ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর) কাছ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টিরও বেশি দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে, এই শুল্ক নীতির প্রভাবে তাদের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে।”

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জানান, শুল্ক আরোপের ঘোষণার পর দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় আগ্রহী হয়ে উঠেছে। এতে করে প্রেসিডেন্ট ট্রাম্প এখন “ক্ষমতার কেন্দ্রে” অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাই এখনো এসব দেশের নাম বা আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি। হোয়াইট হাউস একসঙ্গে এত দেশকে নিয়ে সমঝোতা আলোচনায় বসা এক দুঃসাধ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং–তে রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে তাইওয়ানের ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের দাবি জানান। তিনি আমদানি পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য বাধা দূর করার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তাইওয়ানিজ বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দেন তিনি।

অন্যদিকে বাণিজ্য বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের এই আগ্রাসী শুল্কনীতি বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ উসকে দিতে পারে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি নতুন করে মন্দার মুখে পড়তে পারে।

তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আশ্বস্ত করে বলেন, “শুক্রবার প্রকাশিত কর্মসংস্থানের তথ্য আমাদের প্রত্যাশার চেয়েও ভালো। আমরা ইতিবাচক অগ্রগতি দেখছি এবং মন্দার কোনো কারণ দেখছি না।”