তেল আবিবে হুতিদের ড্রোন হামলা: ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার দাবি
তেল আবিবের দখলকৃত ইয়াফা এলাকায় ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। সূত্র: আনাদোলু এজেন্সি।
ইয়াহিয়া সারি জানান, “ইয়াফা-টাইপ” ড্রোন ব্যবহার করে এই সামরিক অভিযানে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, “এই হামলা ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সংহতির অংশ হিসেবে চালানো হয়েছে। যতদিন গাজায় অবরোধ ও আগ্রাসন চলবে, ততদিন আমাদের প্রতিরোধ চলবে।”
তিনি আরও দাবি করেন, ইয়েমেনের সাদা প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত একটি মার্কিন “জায়ান্ট শার্ক এফ-৩৬০” ড্রোন হুতিদের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এটি হুতিদের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ইসরায়েল দাবি করেছে, দেশের দক্ষিণাঞ্চল আরাভা এলাকায় পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন আটকাতে তারা সফল হয়েছে। তবে সেটি হুতিদের পাঠানো কি না, সে বিষয়ে তারা স্পষ্ট কোনো তথ্য দেয়নি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর হুতি সাময়িকভাবে হামলা বন্ধ রাখে। কিন্তু সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গোষ্ঠীটি আবারও হামলা শুরু করে।
মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে উঠছে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি। হুতিদের এই হামলা ইসরায়েলের জন্য নতুন করে চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গাজায় চলমান যুদ্ধ যতদিন অব্যাহত থাকবে, ততদিন আঞ্চলিক জোটগুলোর মধ্যে সংঘাতের পরিসর আরও বাড়তে পারে।