শিরোনাম :
বোমা হামলার হুমকি
বোমা হুমকির কারণে জরুরি অবতরণ, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, রোম থেকে ঢাকাগামী বিজি-৩৫৬ ফ্লাইটে কোনো যাত্রী বোমা হামলার হুমকি দেয়। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। অবতরণের পরপরই বিমানটিকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও বৃদ্ধি করা হয়।
বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।