ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

ত্রিদেশীয় সিরিজের আয়োজনে পাকিস্তান, আলোচনায় বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 13

ছবি: সংগৃহীত

 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে প্রস্তুতিমূলক পরিকল্পনা নিতে যাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এই লক্ষ্যে ফেব্রুয়ারিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র, যা প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) দীর্ঘদিন ধরেই বড় আইসিসি টুর্নামেন্টের আগে উপমহাদেশে প্রস্তুতি সফর করে থাকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশে। একইভাবে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে, ফেব্রুয়ারি-মার্চ মাসে। সেই মঞ্চের জন্য প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে পাকিস্তানে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে এই সিরিজকেই ত্রিদেশীয় রূপ দেওয়ার উদ্যোগ চলছে, যেখানে তৃতীয় দল হিসেবে বাংলাদেশের নাম উঠে এসেছে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি, তবে কিছু অপ্রকাশ্য আলোচনা ইতোমধ্যে হয়েছে। বিসিবি ও পিসিবির মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নকেই এ পরিকল্পনার পেছনের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে পিসিবি চেয়ারম্যান এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভাপতি মহসিন নকভি বাংলাদেশে অবস্থান করছেন। তিনি ঢাকায় ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিতব্য এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিচ্ছেন। জানা গেছে, সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গেও আলোচনা হতে পারে।

সবকিছু ঠিকঠাক হলে নির্ধারিত অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজটি রূপ নেবে সাত ম্যাচের একটি ত্রিদেশীয় সিরিজে। যেখানে প্রতিটি দল অপর দুই দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, আর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এই সিরিজ বাস্তবায়ন হলে, বিশ্বকাপের আগে ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের জন্য এটি হবে একটি বড় সুযোগ।

নিউজটি শেয়ার করুন

ত্রিদেশীয় সিরিজের আয়োজনে পাকিস্তান, আলোচনায় বাংলাদেশ

আপডেট সময় ০১:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে প্রস্তুতিমূলক পরিকল্পনা নিতে যাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এই লক্ষ্যে ফেব্রুয়ারিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র, যা প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) দীর্ঘদিন ধরেই বড় আইসিসি টুর্নামেন্টের আগে উপমহাদেশে প্রস্তুতি সফর করে থাকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশে। একইভাবে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে, ফেব্রুয়ারি-মার্চ মাসে। সেই মঞ্চের জন্য প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে পাকিস্তানে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে এই সিরিজকেই ত্রিদেশীয় রূপ দেওয়ার উদ্যোগ চলছে, যেখানে তৃতীয় দল হিসেবে বাংলাদেশের নাম উঠে এসেছে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি, তবে কিছু অপ্রকাশ্য আলোচনা ইতোমধ্যে হয়েছে। বিসিবি ও পিসিবির মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নকেই এ পরিকল্পনার পেছনের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে পিসিবি চেয়ারম্যান এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভাপতি মহসিন নকভি বাংলাদেশে অবস্থান করছেন। তিনি ঢাকায় ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিতব্য এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিচ্ছেন। জানা গেছে, সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গেও আলোচনা হতে পারে।

সবকিছু ঠিকঠাক হলে নির্ধারিত অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজটি রূপ নেবে সাত ম্যাচের একটি ত্রিদেশীয় সিরিজে। যেখানে প্রতিটি দল অপর দুই দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, আর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এই সিরিজ বাস্তবায়ন হলে, বিশ্বকাপের আগে ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের জন্য এটি হবে একটি বড় সুযোগ।