আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

- আপডেট সময় ০৫:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 12
পাক-ভারত রাজনৈতিক উত্তেজনায় স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও মাঠে গড়াচ্ছে। আসন্ন শনিবার, ১৭ মে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি অংশ। আইপিএল ফের শুরুর আগে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এলো এক বড় সুখবর—আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান।
দুই বছর পর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে মাঠে নামতে যাচ্ছেন এই বাঁহাতি ফাস্ট বোলার। আইপিএলের এবারের আসরের নিলামে অবিক্রিত থাকা মোস্তাফিজকে এবার বিশেষভাবে দলে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে।
অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক পুরো মৌসুমে আর খেলতে পারবেন না বলে, তাঁর বদলি হিসেবে মোস্তাফিজকে স্কোয়াডে নিয়েছে দিল্লি। ইতোমধ্যে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ছয় কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা।
মোস্তাফিজ এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন। তাঁর অভিজ্ঞতা ও কার্যকরী কাটার-স্লোয়ারে সমৃদ্ধ বোলিং আক্রমণ নতুন মাত্রা পাবে বলে মনে করছে দলটি। অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি এবার পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে উঠে আসার লড়াইয়ে মোস্তাফিজকে বড় অস্ত্র হিসেবে দেখছে।
বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত এই পেসার দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য বোলার হিসেবে পরিচিত। আইপিএলের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য বড় ভূমিকা রাখবে বলেই আশাবাদী ক্রিকেট বিশ্লেষকরা।
মোস্তাফিজের আইপিএল প্রত্যাবর্তন বাংলাদেশি ক্রিকেটভক্তদের জন্য যেমন আনন্দের, তেমনি তাঁর জন্যও এটি নিজেকে প্রমাণ করার আরেকটি বড় সুযোগ। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই তারকা পেসার কীভাবে নিজের কার্যকারিতা দেখাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।