ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনাজপুরে লিচুর ফুলে মধু উৎপাদনে বিপ্লব, আয় ১২০ কোটি টাকার বেশি শেখ হাসিনার ফেরার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, কঠোর নজরদারিতে থাকবে উৎসব: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্রিয়া চূড়ান্তের পথে: সিইসি হজযাত্রী নিয়ে অনিশ্চয়তা: ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারি এজেন্সিগুলোর প্রতি বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বসানো উচিত হয়নি – মন্তব্য নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদের ব্যাংকিং খাতে প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের যুগান্তকারী চুক্তি টেকনাফ উপকূলে আরাকান আর্মির দাপট: ট্রলারসহ ১১ জেলে অপহৃত মহাকাশ অভিযানে নতুন অধ্যায়: নাসার আর্টেমিস অ্যাকর্ডে বাংলাদেশের চুক্তি সই কিছু মহল অধ্যাপক ইউনূসকে জোরপূর্বক আরও ৫ বছর ক্ষমতায় রাখতে চায়: মাহমুদুর রহমান মান্না

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও তাঁর সফরসূচিতে রয়েছে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রক্ষাণবেক্ষণ বিষয়ক কয়েকটি স্থাপনা পরিদর্শন। ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গঠনের পথ খুলে দেয় এই আলোচনাগুলো।

সফর শেষে আগামী ১২ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
৫১৬ বার পড়া হয়েছে

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান, পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

সরকারি সফরে চারদিনের জন্য রাশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি রাশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আলোচনায় উঠে আসবে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য দিকগুলো।

জানা গেছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আধুনিক সমরাস্ত্র নির্মাণ কারখানা ঘুরে দেখবেন। এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দিক খুঁজে দেখা হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানেও তাঁর সফরসূচিতে রয়েছে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রক্ষাণবেক্ষণ বিষয়ক কয়েকটি স্থাপনা পরিদর্শন। ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এ ধরনের উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ গঠনের পথ খুলে দেয় এই আলোচনাগুলো।

সফর শেষে আগামী ১২ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।