ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিল্প রোবট ব্যবহারে বিশ্বে শীর্ষে চীন, উত্থানে ভারত ও তুরস্ক ১৪ ঘণ্টা পর মিলল নিখোঁজ শিশুর নিথর দেহ নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র হামলায় ১৭ জন নিহত দেশের ৯ অঞ্চলে নদীবন্দরে সতর্কসংকেত, কালবৈশাখীর সম্ভাবনা ইউরেনিয়াম মজুদের বিষয়ে কোনো ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ইসরায়েলের বেন গুরিয়নের বিমানবন্দরের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা পলিটেকনিক শিক্ষার্থীদের আজ সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিল, অর্ধেক ভারতীয় নাগরিক কঙ্গোর কঙ্গো নদীতে ভয়াবহ নৌকাবিপর্যয়ে ১৪৩ মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু

ঢাকার চারপাশে আধুনিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিলেন পানিসম্পদ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৫০৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

ঢাকাকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে আধুনিক ‘ব্লু নেটওয়ার্ক’। এ পরিকল্পনার আওতায় রাজধানীর ৬টি খাল খননের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চলতি বছর আরও ১২টি খাল যুক্ত হয়ে মোট ১৯টি খালকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, শুধু খাল নয়, ঢাকার চারপাশ ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতালক্ষ্যা নদীকেও দখলমুক্ত ও দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার পানি ভবনের সম্মেলনকক্ষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিবিষয়ক গ্লোবাল পার্টনার প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এখন পানি উন্নয়ন বোর্ড মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কোনো সমস্যা সামনে এলে তারা দ্রুত সাড়া দেয়, সরেজমিনে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে। এতে বোর্ডের প্রতি মানুষের বিশ্বাস বাড়ছে।”

বিশ্বব্যাংকের সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, “নদী রক্ষা ও নগরের পানিসম্পদ উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তবে এর জন্য আগে দরকার জনগণের সঙ্গে আস্থা গড়ে তোলা। প্রকৌশলী ও সমাজকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলে প্রকল্প বাস্তবায়নে মানবিকতা ও আন্তরিকতা থাকা চাই।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান তিনটি সমস্যা হলো বন্যা ও নদীভাঙন, সেচের পানির ঘাটতি এবং পলি জমে পানিপ্রবাহে বিঘ্ন। এসব বিবেচনায় নিয়ে প্রকল্প পরিকল্পনার নির্দেশনা দেওয়া হয়েছে।”

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিকল্পিত এই ব্লু নেটওয়ার্ক বাস্তবায়ন হলে নগরের জলাবদ্ধতা হ্রাস, পরিবেশ রক্ষা ও নৌযান চলাচলের সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার চারপাশে আধুনিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিলেন পানিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

 

ঢাকাকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে আধুনিক ‘ব্লু নেটওয়ার্ক’। এ পরিকল্পনার আওতায় রাজধানীর ৬টি খাল খননের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চলতি বছর আরও ১২টি খাল যুক্ত হয়ে মোট ১৯টি খালকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, শুধু খাল নয়, ঢাকার চারপাশ ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতালক্ষ্যা নদীকেও দখলমুক্ত ও দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার পানি ভবনের সম্মেলনকক্ষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিবিষয়ক গ্লোবাল পার্টনার প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এখন পানি উন্নয়ন বোর্ড মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কোনো সমস্যা সামনে এলে তারা দ্রুত সাড়া দেয়, সরেজমিনে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে। এতে বোর্ডের প্রতি মানুষের বিশ্বাস বাড়ছে।”

বিশ্বব্যাংকের সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, “নদী রক্ষা ও নগরের পানিসম্পদ উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তবে এর জন্য আগে দরকার জনগণের সঙ্গে আস্থা গড়ে তোলা। প্রকৌশলী ও সমাজকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলে প্রকল্প বাস্তবায়নে মানবিকতা ও আন্তরিকতা থাকা চাই।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান তিনটি সমস্যা হলো বন্যা ও নদীভাঙন, সেচের পানির ঘাটতি এবং পলি জমে পানিপ্রবাহে বিঘ্ন। এসব বিবেচনায় নিয়ে প্রকল্প পরিকল্পনার নির্দেশনা দেওয়া হয়েছে।”

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিকল্পিত এই ব্লু নেটওয়ার্ক বাস্তবায়ন হলে নগরের জলাবদ্ধতা হ্রাস, পরিবেশ রক্ষা ও নৌযান চলাচলের সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।