ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

পাকিস্তানে ঝড়-বৃষ্টির তাণ্ডবে এক সপ্তাহে নিহত ৩২, আহত দেড় শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 61

ছবি: সংগৃহীত

 

পাকিস্তানে টানা মৌসুমি ঝড় ও বৃষ্টির ফলে গত এক সপ্তাহে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি মানুষ। শুক্রবার দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে শুধু শুক্রবারেই প্রাণ হারিয়েছেন ৫ জন, যাদের সবাই উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে ব্যাপক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে ঘরের ছাদ বা দেয়াল ধসে পড়ার কারণে। অপর ২ জন নিহত হয়েছেন ঝড়ে উপড়ে যাওয়া সোলার প্যানেলের নিচে চাপা পড়ে।

চলতি মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত পাকিস্তানে প্রবল তাপপ্রবাহ বয়ে যায়। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, এই সময়ের মধ্যে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় গড় তাপমাত্রা ছিল প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়।

তীব্র দাবদাহ কাটতে না কাটতেই শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টিপাত, যা বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে এই ধরনের দুর্যোগপ্রবণ পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের সময় গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য অবকাঠামো ভেঙে পড়ার ঘটনা আরও হতাহতের সংখ্যা বাড়িয়ে তোলে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জরুরি সহায়তার জন্য সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েকদিনেও বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। জনগণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার এবং দুর্যোগ সতর্কতা অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ঝড়-বৃষ্টির তাণ্ডবে এক সপ্তাহে নিহত ৩২, আহত দেড় শতাধিক

আপডেট সময় ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

পাকিস্তানে টানা মৌসুমি ঝড় ও বৃষ্টির ফলে গত এক সপ্তাহে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি মানুষ। শুক্রবার দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে শুধু শুক্রবারেই প্রাণ হারিয়েছেন ৫ জন, যাদের সবাই উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে ব্যাপক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে ঘরের ছাদ বা দেয়াল ধসে পড়ার কারণে। অপর ২ জন নিহত হয়েছেন ঝড়ে উপড়ে যাওয়া সোলার প্যানেলের নিচে চাপা পড়ে।

চলতি মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত পাকিস্তানে প্রবল তাপপ্রবাহ বয়ে যায়। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, এই সময়ের মধ্যে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় গড় তাপমাত্রা ছিল প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়।

তীব্র দাবদাহ কাটতে না কাটতেই শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টিপাত, যা বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে এই ধরনের দুর্যোগপ্রবণ পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের সময় গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য অবকাঠামো ভেঙে পড়ার ঘটনা আরও হতাহতের সংখ্যা বাড়িয়ে তোলে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জরুরি সহায়তার জন্য সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েকদিনেও বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। জনগণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার এবং দুর্যোগ সতর্কতা অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ