৬০-এ প্রেমের নতুন অধ্যায়! জন্মদিনে রহস্যময়ী গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও প্রেমে পড়েছেন! তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুঞ্জন চলছিল, এক রহস্যময়ীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আমিরের। অনুরাগীরা অধীর আগ্রহে ছিলেন কে সেই বিশেষ নারী? অবশেষে, নিজের ৬০তম জন্মদিনে সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং আমির।
১৪ মার্চ, বিশেষ দিনটি উদযাপনের জন্য ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন আমির। আর সেখানেই সকলকে চমকে দিয়ে প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। যদিও পাপারাতজিদের ক্যামেরার ঝলকানি থেকে গৌরীকে দূরে রাখার অনুরোধ জানান আমির। ফলে প্রকাশ্যে আসেনি গৌরীর কোনো ছবি। আর তাতেই কৌতূহল বেড়ে যায় কয়েকগুণ।
সামাজিকমাধ্যম জুড়ে তখন শুধুই এক প্রশ্ন কে এই গৌরী? নেটিজেনরা তাঁর খোঁজে ব্যস্ত হয়ে ওঠেন। তবে এই আকস্মিক মনোযোগ হয়তো একেবারেই পছন্দ হয়নি গৌরীর। কারণ, জন্মদিনের উদযাপনের কিছুক্ষণের মধ্যেই তিনি এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন নিজের সামাজিকমাধ্যমের সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন!
এমন পদক্ষেপ আরও রহস্য বাড়িয়েছে। অনেকের মতে, গৌরী হয়তো শোবিজের আলোচনায় থাকতে একেবারেই স্বচ্ছন্দ নন। আবার কেউ কেউ বলছেন, হয়তো ব্যক্তিগত জীবন গোপন রাখতেই তাঁর এই সিদ্ধান্ত।
যদিও আমির বা গৌরী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তাঁদের সম্পর্ক যে এখন বলিউডের হট টপিক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন প্রেমের গল্প নিয়ে কবে মুখ খুলবেন আমির? সেটাই এখন দেখার বিষয়!