দক্ষিণী সিনেমা বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালি গ্রেপ্তার
- আপডেট সময় ০২:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 108
দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তার আবাসন থেকে তাকে আটক করা হয়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মুরালির বিরুদ্ধে ওবুলাবারিপল্লী থানায় একাধিক গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে, ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, এবং জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা। অভিযোগে বলা হয়েছে, মুরালি একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যার ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের সৃষ্টি হয়।
গ্রেপ্তারির পর, পুলিশের পক্ষ থেকে একটি নোটিশ মুরালির স্ত্রীকে পাঠানো হয়, যেখানে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনীত অপরাধ আমলযোগ্য এবং জামিন অযোগ্য। এরপর তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে, যাতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেপ্তারের আগে একটি ভিডিওতে মুরালি দাবি করেন, তিনি অসুস্থ এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তবে পুলিশ তাকে চিকিৎসার জন্য বাড়িতে সহযোগিতা করলেও, তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং মুরালির বিরুদ্ধে আরো বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
























