ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ‘মান্নার’ জন্মদিন আজ
আজ ১৪ এপ্রিল, টাঙ্গাইলের কালিহাতীর সন্তান, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা আজও রয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়ে। কৈতলা গ্রামের সাধারণ এক পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী নায়ক।
চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’ দিয়ে অভিনয়ের প্রথম ধাপ শুরু করলেও ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ ছবির মাধ্যমে একক নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই ছবির পর থেকেই শুরু হয় মান্নার সাফল্যযাত্রা।
‘আম্মাজান’, ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘কাবুলিওয়ালা’ একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন গণমানুষের প্রিয় মুখ। বিশেষ করে তার সংলাপ বলার ভঙ্গি, তেজোদ্দীপ্ত উপস্থিতি ও ন্যায়বোধসম্পন্ন চরিত্রগুলোর মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন।
তার অসামান্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে একবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কারসহ আরও অনেক সম্মাননা পেয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি সহ-অভিনেত্রী শেলী কাদেরকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। তাদের একমাত্র পুত্রসন্তানের নাম সিয়াম ইলতিমাস মান্না।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি, মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুতে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। জন্মভূমি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মৃত্যুর এত বছর পরেও মান্না রয়ে গেছেন স্মৃতির অমলিন পাতায়। তার চলচ্চিত্র, সংলাপ আর মানবিকতা আজও অনুপ্রেরণা হয়ে জেগে আছে অসংখ্য চলচ্চিত্রপ্রেমীর হৃদয়ে। জন্মদিনে জাতি আজ আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছে এই গুণী শিল্পীকে।