শাকিবকে শ্রেষ্ঠ বাবার সম্মান দিলেন অপু বিশ্বাস
- আপডেট সময় ০২:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / 108
২০০৮ সালে গোপনে বিয়ে করেন মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। কলকাতায় তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়, কিন্তু একই বছর তাদের বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের পরও বাবার দায়িত্ব পালনে কখনও গাফিলতি করেননি শাকিব খান।
ঈদ আনন্দ উৎসবে তিনি ছেলেকে সময় দিতে ভুলেননি। শাকিব ঈদে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন, যা বাবা-ছেলের একটি বিশেষ বন্ধন সৃষ্টি করেছে। অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ও আব্রামের কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাদের ঈদ উদযাপনের মুহূর্ত ধরা পড়েছে।
ছবির ক্যাপশনে অপু লিখেছেন, “হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত। কারণ আব্রাম তার পাপার পরম আদরে ঈদ উদযাপন করেছে। এই বন্ধন আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করেছে। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।”
এদিকে, কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত। একজন লিখেছেন, “ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা ও ছেলে খুবই সুন্দর লাগছে।” আরেকজন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ, অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।”






















