ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল লালমনিরহাটে স্কুলের ক্লাসরুম থেকে দপ্তরির ঝুলন্ত লাশ উদ্ধার ৭ম দিনে নাটোরে এনসিপির জুলাই পদ যাত্রা শুরু নীলফামারীতে ট্রাক্টরের চাপায় ইজিবাইক যাত্রী নিহত আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

আগামী ১০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষা ১৩ মে শেষ হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছে প্রায় ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করার পর ফলাফল জানতে সবার মাঝে চরম আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষার ফলাফল যথাসময়ে অনলাইনে ও নির্দিষ্ট এসএমএস সেবার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে। ফলপ্রকাশের দিন শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা পরিচালনা করা হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিল শিক্ষা বোর্ডগুলো।

সবকিছু ঠিক থাকলে ১০ জুলাই সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা নিজের ফলাফল অনলাইনে অথবা এসএমএসের মাধ্যমে দেখতে পারবে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আগামী ১০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

আপডেট সময় ০২:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষা ১৩ মে শেষ হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছে প্রায় ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করার পর ফলাফল জানতে সবার মাঝে চরম আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষার ফলাফল যথাসময়ে অনলাইনে ও নির্দিষ্ট এসএমএস সেবার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে। ফলপ্রকাশের দিন শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা পরিচালনা করা হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিল শিক্ষা বোর্ডগুলো।

সবকিছু ঠিক থাকলে ১০ জুলাই সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা নিজের ফলাফল অনলাইনে অথবা এসএমএসের মাধ্যমে দেখতে পারবে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।