অনির্দিষ্টকালের ক্লাস বর্জনে উত্তাল সুনামগঞ্জ মেডিকেল কলেজ

- আপডেট সময় ০৪:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 26
সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা নিশ্চিতের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে আন্দোলনে নেমেছেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
সকাল ৮টা থেকে কলেজ ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখর পরিবেশে মানববন্ধন ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি “ওয়ার্ড ছাড়া মেডিকেল মানি না”, “অজুহাত নয়, অবকাঠামোর উন্নয়ন চাই”, “ভবন নয়, ভাবনা চাই”।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনো কলেজের নিজস্ব হাসপাতাল চালু হয়নি। ফলে তারা ক্লিনিক্যাল প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভবিষ্যতের চিকিৎসা শিক্ষা ও দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলছে।
শুধু হাসপাতাল নয়, শিক্ষার্থীদের অভিযোগ আরও গভীর। তারা বলেন, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা, চিকিৎসা সরঞ্জামের ব্যবহারিক অনুশীলন, ট্রান্সপোর্ট সুবিধা, প্রশিক্ষিত জনবল এবং সুষ্ঠু প্রশাসনিক কাঠামোর অভাবে মানসম্মত শিক্ষা গ্রহণ করা কঠিন হয়ে উঠেছে।
গত চার বছর ধরে প্রায় ২১০ শিক্ষার্থী সীমিত উপকরণে ক্লাস করে যাচ্ছেন। তারা জানান, দীর্ঘ সময় ধরে অবহেলিত থাকার পর আর ধৈর্য না ধরে এবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলনের প্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়া গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখযোগ্যভাবে, সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই মেডিকেল কলেজে শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াত করতেও চরম ভোগান্তির শিকার হতে হয়।
শিক্ষার্থীদের দাবি, শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা দিয়ে একজন পূর্ণাঙ্গ চিকিৎসক তৈরি করা সম্ভব নয়। অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করেই মানসম্পন্ন চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে হবে।
আন্দোলন চলমান থাকায় ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।