ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাজিলের আমদানিতে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, পাল্টা হুমকি ব্রাসিলিয়ার বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প: রাশিয়ার সুনামি বিপদ মেসির শেষ মুহূর্তের জাদুতে ইন্টার মায়ামির নাটকীয় জয় অ্যাঙ্গোলায় জ্বালানি মূল্যের বিরোধে রক্তক্ষয়ী বিক্ষোভ, ২২ জন নিহত নিঃশব্দ আতঙ্কের ছায়া: বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের বৈজ্ঞানিক রহস্য। রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই ৫ আগস্ট ঘিরে : স্বরাষ্ট্র উপদেষ্টা মতলব উত্তরে কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর লেস্টারে ইতিহাস গড়া দাওয়াতি সম্মেলন, শুরু হলো নতুন দাওয়াতি যুগ

ঈদুল ফিতরে বাজারে আসবে নতুন নোট, থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 138

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ব্যাংকের নতুন ছাপানো নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন ডিজাইনের এই নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহার সময় এই নতুন নোট বাজারে প্রবেশ করতে পারে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি জানান, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত থাকবে। বাংলাদেশ ব্যাংক অচিরেই এই নোট ছাড়ার পরিকল্পনা করছে।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে বাজারে ছাড়বে নতুন নোট। বাংলাদেশ ব্যাংক ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ইস্যু করবে, তবে এসব নোটে থাকবে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন ডিজাইনের নোট, যা আগামী ঈদুল আজহার সময় বাজারে আসবে, তাতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) সময় সংবাদকে জানান, বর্তমান সময়ে প্রচলিত নোটের বিশাল মজুদ থাকা সত্ত্বেও, অর্থের অপচয় এড়াতে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। তিনি আরও বলেন, আগের ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে, তাই ঈদুল ফিতরের জন্য বর্তমানে মজুদ থাকা নোটই বাজারে ছাড়া হবে। নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল-মে নাগাদ বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের অফিসের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় নোট বিনিময় হবে। তবে, এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে, যাতে থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।

 

নিউজটি শেয়ার করুন

ঈদুল ফিতরে বাজারে আসবে নতুন নোট, থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি

আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ ব্যাংকের নতুন ছাপানো নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন ডিজাইনের এই নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহার সময় এই নতুন নোট বাজারে প্রবেশ করতে পারে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি জানান, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত থাকবে। বাংলাদেশ ব্যাংক অচিরেই এই নোট ছাড়ার পরিকল্পনা করছে।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে বাজারে ছাড়বে নতুন নোট। বাংলাদেশ ব্যাংক ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ইস্যু করবে, তবে এসব নোটে থাকবে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন ডিজাইনের নোট, যা আগামী ঈদুল আজহার সময় বাজারে আসবে, তাতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) সময় সংবাদকে জানান, বর্তমান সময়ে প্রচলিত নোটের বিশাল মজুদ থাকা সত্ত্বেও, অর্থের অপচয় এড়াতে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। তিনি আরও বলেন, আগের ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে, তাই ঈদুল ফিতরের জন্য বর্তমানে মজুদ থাকা নোটই বাজারে ছাড়া হবে। নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল-মে নাগাদ বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের অফিসের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় নোট বিনিময় হবে। তবে, এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে, যাতে থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।