০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

ঈদুল ফিতরে বাজারে আসবে নতুন নোট, থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 196

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ব্যাংকের নতুন ছাপানো নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন ডিজাইনের এই নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহার সময় এই নতুন নোট বাজারে প্রবেশ করতে পারে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি জানান, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত থাকবে। বাংলাদেশ ব্যাংক অচিরেই এই নোট ছাড়ার পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন

আগামী ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে বাজারে ছাড়বে নতুন নোট। বাংলাদেশ ব্যাংক ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ইস্যু করবে, তবে এসব নোটে থাকবে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন ডিজাইনের নোট, যা আগামী ঈদুল আজহার সময় বাজারে আসবে, তাতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) সময় সংবাদকে জানান, বর্তমান সময়ে প্রচলিত নোটের বিশাল মজুদ থাকা সত্ত্বেও, অর্থের অপচয় এড়াতে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। তিনি আরও বলেন, আগের ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে, তাই ঈদুল ফিতরের জন্য বর্তমানে মজুদ থাকা নোটই বাজারে ছাড়া হবে। নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল-মে নাগাদ বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের অফিসের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় নোট বিনিময় হবে। তবে, এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে, যাতে থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।

 

নিউজটি শেয়ার করুন

ঈদুল ফিতরে বাজারে আসবে নতুন নোট, থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি

আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ ব্যাংকের নতুন ছাপানো নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন ডিজাইনের এই নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহার সময় এই নতুন নোট বাজারে প্রবেশ করতে পারে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি জানান, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত থাকবে। বাংলাদেশ ব্যাংক অচিরেই এই নোট ছাড়ার পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন

আগামী ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে বাজারে ছাড়বে নতুন নোট। বাংলাদেশ ব্যাংক ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ইস্যু করবে, তবে এসব নোটে থাকবে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন ডিজাইনের নোট, যা আগামী ঈদুল আজহার সময় বাজারে আসবে, তাতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) সময় সংবাদকে জানান, বর্তমান সময়ে প্রচলিত নোটের বিশাল মজুদ থাকা সত্ত্বেও, অর্থের অপচয় এড়াতে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। তিনি আরও বলেন, আগের ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে, তাই ঈদুল ফিতরের জন্য বর্তমানে মজুদ থাকা নোটই বাজারে ছাড়া হবে। নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল-মে নাগাদ বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের অফিসের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় নোট বিনিময় হবে। তবে, এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে, যাতে থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।