০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা

একনেক সভায় ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 60

ছবি সংগৃহীত

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্প সহায়তা বা ঋণ থেকে আসবে ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আসবে বলে আশা করছে সরকার।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং অগ্রাধিকার ভিত্তিক খাতগুলোকে গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে সময়মতো বাস্তবায়ন করা।

সভা শেষে একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস জানান, “জনগণের কল্যাণ নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তবভিত্তিক ও জনবান্ধব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি প্রকল্প যেন সময়মতো ও দক্ষভাবে বাস্তবায়ন হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে একনেক সভায় প্রকল্পগুলোর অগ্রগতি নিরীক্ষা ও বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সরকার মনে করছে, এই সব উন্নয়ন উদ্যোগ দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

নিউজটি শেয়ার করুন

একনেক সভায় ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৩:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্প সহায়তা বা ঋণ থেকে আসবে ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আসবে বলে আশা করছে সরকার।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং অগ্রাধিকার ভিত্তিক খাতগুলোকে গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে সময়মতো বাস্তবায়ন করা।

সভা শেষে একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস জানান, “জনগণের কল্যাণ নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তবভিত্তিক ও জনবান্ধব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি প্রকল্প যেন সময়মতো ও দক্ষভাবে বাস্তবায়ন হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে একনেক সভায় প্রকল্পগুলোর অগ্রগতি নিরীক্ষা ও বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সরকার মনে করছে, এই সব উন্নয়ন উদ্যোগ দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।